সে ফিরে পাক উষর চৈত্রমাঠ, বিকালের খরা
খোঁপাখোলা আকাশ রাঙাক কালবোশেখীর রঙে
ভীলপলশ্রী গাইতে গাইতে নির্বিকার ফাটলের ওমে
জন্ম নিক অভাবিত সবুজ ইমেজ।
যে-চৈত্রে লেখা হয়নি একটিও তুমুল কবিতা
তার ক্ষোভ ভুলে বেজে উঠুক তারহীন সময়ের গান;
যে হারিয়ে যেতে চায়, বসন্তের গোপন আর্তনাদ
পোড়াক তাকে। সব অস্থিরতা হোক নির্বাপিত।
না হয়, প্রসঙ্গ পাল্টানো সত্যে দাঁড়িয়ে যাক কেউ
স্বরবৃত্ত-অক্ষরবৃত্তের পাহারা ভেঙে গুঁড়িয়ে দিতে;
পক্ষপাতিত্বের দৃষ্টান্ত উড়ে যাক নিরুদ্বেগ খরতাপে
চৈত্র তোমার অগ্নি ঢেউয়ে নাচুক বর্ণমালা।
বীরেন মুখার্জী
প্রকাশ: ১৮ মার্চ ২২ । ০০:০০ । প্রিন্ট সংস্করণ
মন্তব্য করুন