কেউ অন্ধকারে ছেঁড়ে চাঁদের চিবুক

নিঃশঙ্ক ভোরের ফুল
রুগ্‌ণরাত্রির তরঙ্গে প্রবালের নিচে
স্বপ্নকাল
অপহৃত প্রসন্ন দুপুরে
মৃত্যুর গান
বিষাদের ছায়া
পরিত্যক্ত হাসির বিদ্রুপ
বিষণ্ণ টোটেম- ছেঁড়াপাতা
অজস্র গল্পের ম্লান গোধূলির ভিড়ে,

রৌদ্রদিনে পথের গ্রীবায়
ভাষাশহিদের ছিতিপড়া এপিটাফ
হূৎপিণ্ডের সূর্যাস্ত-
নৈঃশব্দ্যের বোধের কঙ্কাল-
দূরে কোথাও বধ্যভূমির নীল নিঃশ্বাস।

বিষয় : পদাবলি

মন্তব্য করুন