- ফিচার
- আকাশে রাশিয়াকে ‘চ্যালেঞ্জ’ জানাচ্ছে ইউক্রেন
আকাশে রাশিয়াকে ‘চ্যালেঞ্জ’ জানাচ্ছে ইউক্রেন

সামরিক মহড়ায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ছবি: ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়
ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার আরও দুটি যুদ্ধবিমান, তিনটি হেলিকপ্টার, তিনটি ড্রোন ও চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে দাবি করা হয়েছে।
শনিবার ফেসবুকে এ তথ্য জানায় ইউক্রেনের জেনারেল স্টাফ অব দ্য আর্মড ফোর্সেস। খবর বিবিসির।
বিবিসি ইউক্রেনের দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
এর আগে ইউক্রেন জানিয়েছিল, যুদ্ধে রাশিয়ার ৪৫০টি ট্যাংক ধ্বংস করা হয়েছে। ভূপাতিত করা হয়েছে ৯৩টি যুদ্ধবিমান ও ১১২টি হেলিকপ্টার। এ ছাড়া ৪৩টি অ্যান্টি-এয়াক্র্যাফ্ট সিস্টেম অকার্যকর করা হয়েছে।
রাশিয়া ইউক্রেনের আকাশ ব্যবহার করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বলে অভিযোগ জানিয়ে আসছিলেন ভলোদিমির জেলেনস্কি। এ কারণে তিনি ইউক্রেনের আকাশে ‘নো ফ্লাই জোন’ প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন। যদিও ন্যাটো তার এ দাবি প্রত্যাখ্যান করেছে।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনজুড়ে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া। প্রতিরোধ অব্যাহত রেখেছে ইউক্রেনীয়রা।
ইউক্রেনের দাবি, যুদ্ধে রাশিয়ার আনুমানিক ১৪ হাজার ২০০ সেনা নিহত হয়েছেন।
রাশিয়া ৩ মার্চ জানিয়েছিল, যুদ্ধে তাদের ৪৯৮ জন নিহত হয়েছেন।
এর পর থেকেই ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য দেয়নি মস্কো।
মন্তব্য করুন