আজমেরি হক বাঁধন অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীতে প্রদর্শিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁধন। সম্প্রতি উৎসবের অফিশিয়াল ফেসবুক পেজে বাঁধনের সেই ছবি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘নিখুঁত! আজমেরি হক। কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওপেনিং ফিল্মের অভিনেত্রী সবাইকে মুগ্ধ করেছেন।

বাংলাদেশ থেকে নির্বাচিত প্রথম ছবি 'রেহানা মরিয়ম নূর' কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে নির্বাচিত হয়। ছবিটি পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। ক্ষমতা কাঠামোর কারণে নারীদের জন্য তৈরি সমস্যাগুলো তুলে ধরা হয়েছে এই ছবিতে।

আট দিনের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আরও দুই দিন দেখানো হবে ‘রেহানা মরিয়ম নূর’। আগামী ১ এপ্রিল ট্যাগোর থিয়েটারে ও ২৩ এপ্রিল অজান্তা থিয়েটারে সিনেমাটির দুটি শো আছে বলে জানানো হয়েছে উৎসবের অফিশিয়াল ফেসবুক পেজে।

মেডিক্যাল কলেজের এক সহকারী অধ্যাপকের জীবন সংগ্রাম নিয়ে নির্মিত 'রেহানা মরিয়ম নূর' ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাঁধন।

গত বছরের জুন থেকে সিনেমাটি আলোচনায়। জুলাইয়ে কান উৎসবে দেখানোর পর আন্তর্জাতিক মিডিয়াতে ছবিটি নিয়ে হয় বেশ প্রশংসা! কান উৎসবে দেখানোর পর ছবিটি ঘুরে এসেছে মেলবোর্ন ফিল্ম ফেস্টিভাল, বিএফআই লন্ডন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, হংকং এশিয়া ফিল্ম ফেস্টিভাল, বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, সিডনি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালসহ অনেকগুলো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল।