- ফিচার
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বগুড়ায় কমিটি গঠন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বগুড়ায় কমিটি গঠন

কমিটি গঠন শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুহৃদরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
আব্দুল্লাহ আল মামুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সুহৃদ সমাবেশের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১৫ মার্চ মঙ্গলবার জাবির সেলিম আল দীন মুক্তমঞ্চে এ লক্ষ্যে এক আলোচনা সভায় নবগঠিত কমিটি ঘোষণা করেন সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু নঈম তরুণ। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মো. নাসির উদ্দিন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান সার্জিল।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি রোকাইয়া জান্নাত ঝলক ও তৌফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাবীব ও রাহুল রয়, অর্থ সম্পাদক রাজন, দপ্তর সম্পাদক রিফাত মাহমুদ, সাহিত্য সম্পাদক মালিহা খানম, প্রচার ও প্রকাশনা সম্পাদক অপু, সাংস্কৃতিক সম্পাদক জাহানারা জবা, নারীবিষয়ক সম্পাদক কামরুন নাহার, ক্রীড়া সম্পাদক শাহীন, সমাজকল্যাণ সম্পাদক ইমতিয়াজ, বিজ্ঞানবিষয়ক সম্পাদক রাকিব, পরিবেশবিষয়ক সম্পাদক সাফায়েত মীর, পাঠচক্র সম্পাদক জুবায়ের আহমেদ, সদস্য মোহাম্মদ রুবেল, আব্দুল্লাহ আল মামুন, মারজান দীনা, মো. মামুন, আসিফ হোসেন ও মো.বায়েজীদ। কমিটি গঠন সভায় আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন নবগঠিত কমিটির সদস্যরা।
সভাপতি সুহৃদ সমাবেশ, জাবি
বগুড়া
অরূপ রতন শীল
সমকাল সুহৃদ সমাবেশ বগুড়ার নতুন কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি এ লক্ষ্যে বগুড়া শহরতলির কৈচড়ে সুহৃদ আমবাগানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য ৪৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি নির্বাচন করা হয়।
এর আগে সভায় নতুন কমিটিতে উপদেষ্টা হিসেবে ১১ জনের নাম ঘোষণা করা হয়। উপদেষ্টা কমিটি সদস্যরা হলেন- মানবাধিকার কর্মী আসাদুল হক কাজল, সমাজসেবী ড. খন্দকার আলমগীর হোসেন, ব্যবসায়ী বায়েজিদ শেখ, কবি ইসলাম রফিক, ব্যবসায়ী শহিদুল ইসলাম সজীব, প্রভাষক রেজাউল করিম রাজু, সাংস্কৃতিক কর্মী লুবনা জামান, শিক্ষানুরাগী কাজী মেহেদী আলম, সংবাদকর্মী ফরহাদুজ্জামান শাহী, এসএম কাওসার ও মোহন আখন্দ। কমিটির সভাপতি হিসেবে রাজেদুর রহমান রাজু এবং সাধারণ সম্পাদক হিসেবে অরূপ রতন শীলকে পুনরায় নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া সাজিয়া আফরিন সোমাকে সিনিয়র সহ-সভাপতি এবং আকতারুজ্জামান সোহাগ, আবুল খায়ের, সামিউল হাসিব সম্পদ ও সুমন আহম্মেদ সহসভাপতি হয়েছেন। কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ৩ জন হলেন- এস এম কে আবেদীন সনি, মেহেরুন নেছা ইতি ও অসীম কুমার কৌশিক।
নতুন কমিটিতে সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আশরাফুল হক ও সবুজ কুমার। অর্থ ও দপ্তর সম্পাদক পদে আমিনুর ইসলাম, সহঅর্থ ও দপ্তর সম্পাদক পদে সোহানুর রহমান সোহান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল ফাহিম, ক্রীড়া সম্পাদক পদে সুপ্রিয় কুমার, সহ-ক্রীড়া সম্পাদক পদে রাবিব আল হাসান, প্রচার সম্পাদক পদে জাহাঙ্গীর আলম, সহ-প্রচার সম্পাদক পদে আল মাহবুব সিয়াম, নারীবিষয়ক সম্পাদক আশামনি, সহ-নারীবিষয়ক সম্পাদক গুলজাহান আক্তার স্মরণী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সুরঞ্জিত কুমার, সহ-বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সিকবা হাসান, পরিবেশবিষয়ক সম্পাদক যুধিষ্ঠির চন্দ্র, সহ-পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মুকিব, পাঠচক্রবিষয়ক সম্পাদক শাহরিয়ার হোসাইন সিয়াম, সহ-পাঠচক্রবিষয়ক সম্পাদক আয়ুব আলী, সমাজকল্যাণ সম্পাদক পদে সিরাজ উদ্দিন এবং সহ-সমাজকল্যাণ সম্পাদক পদে রাসেল বিশ্বাস নির্বাচিত হন। নির্বাহী কমিটির সদস্যরা হলেন- মুনশী তারিকুল আলম ডলার, জাকির আরেফিন শুভ, বাবলু হোসেন, আব্দুল আউয়াল, শোভন ইসলাম, সমীর সরকার, আব্দুল কারিম, শুভ কুমার, আতিকুর রহমান আতিক, মারুফ আহমেদ, নূর নাসিম, শয়ন, তাছনি আলম বরেণ্য, মারুফা ইয়াছমিন, মাহফুজ আহমেদ, প্রীতি কণা, নবী, সুস্ময় ও শিবলু।
সাধারণ সম্পাদক, সুহৃদ সমাবেশ বগুড়া
মন্তব্য করুন