দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে সমকাল সুহৃদ সমাবেশ উদযাপন করেছে মহান স্বাধীনতা দিবস। প্রতিনিধি ও সুহৃদদের পাঠানো লেখা ও ছবিতে আয়োজন...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
রুমান হাফিজ
মহান স্বাধীনতা দিবসে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সুহৃদ সমাবেশের সদস্যরা। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সুহৃদ সমাবেশের সভাপতি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. লায়লা খালেদা, সাধারণ সম্পাদক রাকিব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. সুজন, কার্যনির্বাহী সদস্য হোসাইন মোহাম্মদ বাইজিদ প্রমুখ। শ্রদ্ধাঞ্জলি শেষে সুহৃদরা আলোচনা সভার আয়োজন করেন।

রাজশাহী
লিটন সরকার পলাশ
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন রাজশাহী জেলা সুহৃদ সমাবেশের সদস্যরা। শনিবার রাজশাহী কলেজ শহীদ মিনারে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন। পরে সুহৃদরা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন এবং সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এর আগে সকাল ৯টায় রাজশাহী কলেজে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কলেজ ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর সুহৃদরা শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করেন।
রাজশাহী জেলা সুহৃদ সমাবেশের সভাপতি ও রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মুহা. হবিবুর রহমানের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন- সমকালের রাজশাহী ব্যুরোপ্রধান সৌরভ হাবিব, রাজশাহী জেলা শাখা সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক ও রাজশাহী কলেজের শিক্ষক লিটন সরকার পলাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আপন। এ সময় রাজশাহী জেলা শাখা সুহৃদ সমাবেশের অন্য সুহৃদরাও উপস্থিত ছিলেন।
সমাবেশে মহান স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও জাতি গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। একই সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে আদর্শ তরুণ প্রজন্ম গড়ার আলোকপাত করা হয়।
সাধারণ সম্পাদক
সুহৃদ সমাবেশ, রাজশাহী

ময়মনসিংহ
আরিফ আহমেদ ফকির
স্বাধীনতা ও জাতীয় দিবস উপযাপন করেছে সুহৃদ সমাবেশ ময়মনসিংহ জেলা শাখা ও আনন্দ মোহন সরকারি কলেজ শাখা। রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিবসটির প্রথম প্রহরে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন সুহৃদ সমাবেশের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন- জেলা সুহৃদের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান ইভেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফয়সাল খান, পরিবেশবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, আনন্দ মোহন কলেজ শাখার সভাপতি রায়হান-ই-জাহান খান শুভ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান নুহাশ, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সুহৃদ আশিকুর রহমান প্রমুখ।
সাধারণ সম্পাদক
সুহৃদ সমাবেশ, ময়মনসিংহ
ফরিদপুর
হাসানউজ্জামান
স্বাধীনতা দিবসের সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ডসংলগ্ন মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতিস্তম্ভ্ভে শোভাযাত্রা নিয়ে সকাল ৮টার দিকে পুষ্পমাল্য অর্পণ করেন সুহৃদরা। সুহৃদের সহসভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক কাজী সবুজ, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম মিরান, নারীবিষয়ক সম্পাদক শামিমা নাছরিন শিমু, সদস্য ওয়াহিদুল ইসলাম, দীপ্ত মন্ডল, মার্নিম সাদিক অর্ক ও নাজমুস সাকিব সাম্য এতে অংশ নেন।
নিজস্ব প্রতিবেদক

সাভার
গোবিন্দ আচার্য্য
সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে বীরশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন সুহৃদরা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নূরুজ্জামান তালুকদার, সাধারণ সম্পাদক হাচনাইন জিসান, সাংগঠনিক সম্পাদক অজয় আচার্য্য, সাহিত্য সম্পাদক নূর মোহাম্মদ রেজোয়ান, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কুমার গৌরব আচার্য্য, দপ্তর সম্পাদক নিপেন দাস প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক

ঈশ্বরদীতে
সেলিম সরদার
যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে মহান স্বাধীনতা দিবস পালন করেছে সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী। শনিবার স্বাধীনতা দিবস সকালে ঈশ্বরদীর সুহৃদরা আনুষ্ঠানিকভাবে ঈশ্বরদীর আলহাজমোড়ের বিজয়স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। ঈশ্বরদীর সুহৃদ সভাপতি আর. কে বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সুহৃদ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. ইমদাদুল হক আমান, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, উজ্জ্বল প্রধান, মনিরুল ইসলাম প্রমুখ। সভায় স্বাধীনতা দিবস নিয়ে তারুণ্যের ভাবনাবিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসে সুহৃদরা স্বতঃস্ম্ফূর্তভাবে অংশ নেন।
ঈশ্বরদী প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ
মুহাম্মদ মুস্তাকিম
স্বাধীনতা মানেই গৌরব। গৌরব মানেই স্বাধীনতা। ২৬ মার্চ বাঙালি জাতির গৌরবের দিন। এই দিনে পরাধীনতার সব শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল বাংলার দামাল ছেলেরা। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সুহৃদরা। সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে ফুলের ডালা নিয়ে স্থানীয় স্মৃতিসৌধে পৌঁছান সুহৃদ সদস্যরা। পুষ্পার্ঘ্য শেষে শোভাযাত্রা ও শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করেন সুহৃদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদসহ সুহৃদের সব সদস্য। সুহৃদ সভাপতি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, লাখো শহীদের রক্তস্নাত মুক্তিযুদ্ধে বিজয়ের সূচনার দিন। প্রত্যেক মুক্তিযোদ্ধা সুনিপুণ মৃত্যুপণ লড়াই করে দেশ স্বাধীন করছেন।
সুহৃদের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সুহৃদের উপদেষ্টা ও সমকালের ময়মনসিংহ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, ফেরদৌস কোরাইশি টিটু, ফারুক ইফতেখার সুমন, সুহৃদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, রাকিবুল ইসলাম শুভ, সুহৃদ রাজব দাস, সাখাওয়াত হোসেন, মহিদউদ্দিন রানা, হাবিবুল্লাহ হাবিব, রেজাউল করিম রাজন প্রমুখ।
সাধারণ সম্পাদক
সুহৃদ সমাবেশ,ঈশ্বরগঞ্জ

মুক্তাগাছা
শফিক সরকার
মহান স্বাধীনতা দিবসে মুক্তাগাছা সুহৃদ সমাবেশের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়। স্থানীয় পৌরসভার সামনে স্থাপিত স্বাধীনতার স্মৃতিস্তম্ভে সকাল ৭টায় সুহৃদ সদস্যরা ফুলের তোড়া নিয়ে হাজির হন। এরপর আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন সুহৃদরা।
এ সময় উপস্থিত ছিলেন- মুক্তাগাছা উপজেলা সমকাল সুহৃদ সমাবেশের উপদেষ্টা মাহবুবুল আলম মনি, সমকাল প্রতিনিধি শফিক সরকার, উপদেষ্টা ফাতেমা আক্তার শিখা, লুৎফুর হায়দার রাসেল, সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি এরশাদুর রহমান এরশাদ, সাধারণ সম্পাদক রুহুল আমীন সবুজ, সাংগঠনিক সম্পাদক ইশরাত জাহান, সুহৃদ সদস্য মঈনুল ইসলাম সোহেল, শুভ দে, শাহরিয়ার রাকিব, জাহাঙ্গীর আলম খান, জামান প্রমুখ।
এরপর সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি