স্টামফোর্ড ইউনিভার্সিটি সুহৃদের প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত কমিটির সদস্যরা ২৬ মার্চ দুপুরে সমকাল সভাকক্ষে এক সভায় মিলিত হন। সভায় সমকাল সুহৃদ সমাবেশের সভায় উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সমাবেশের সহসম্পাদক আসাদুজ্জামান। শুভেচ্ছা বিনিময় ও নতুন সুহৃদদের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে দিকনির্দেশনা ও পরামর্শ দেন। সুহৃদরা তাদের আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সভায় উপস্থিত ছিলেন- স্টামফোর্ড ইউনিভার্সিটি সুহৃদের সাবেক সভাপতি সাজিয়া আফরিন সৃষ্টি, নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির, সহ-সভাপতি জাকিউর রহমান, যুগ্ম সম্পাদক সুমাইয়া কায়সার শার্লি, সাংগঠনিক সম্পাদক শাহিনুর আলম, অর্থ সম্পাদক রাশেদুল হাসান রায়হান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াদ ইসলাম শান্ত, পাঠচক্র সম্পাদক ঐশ্বর্য ইকা, সদস্য মোহাম্মদ মানিক, উম্মে হানি প্রমুখ।