- ফিচার
- ইউক্রেনের ২ যুদ্ধবিমান ভূপাতিত করেছে রাশিয়া
ইউক্রেনের ২ যুদ্ধবিমান ভূপাতিত করেছে রাশিয়া

ইউক্রেনের একটি এসইউ-২৫ যুদ্ধবিমান
রাশিয়ার সেনারা ইউক্রেনের দুটি এসইউ-২৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে।
সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ এ দাবি করেন।
তিনি বলেন, ইউক্রেনের দুটি এসইউ-২৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে আমাদের সেনারা।
কোনাশেনকভ বলেন, ইউক্রেনের ইজিয়াম শহরের কাছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এ যুদ্ধবিমানগুলো ভূপাতিত করে।
তিনি আরও বলেন, রাশিয়া ইউক্রেনের তিনটি ড্রোন ধ্বংস করেছে। এ ছাড়া রাশিয়ার বাহিনী একটি এমআই-২৪ হেলিকপ্টারও ভূপাতিত করেছে।
ইউক্রেনের লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে ২৪ ফেব্রুয়ারি দোনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ হামলার মুখে ইউক্রেন থেকে পালিয়েছেন লাখ লাখ মানুষ।
এর মধ্যে সম্প্রতি মস্কো তার লক্ষ্য পরিবর্তন করে পূর্বাঞ্চলকে গুরুত্ব দেওয়া হবে বলে জানায়। এর পর থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলের হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া।
মন্তব্য করুন