বানিয়াচং
রাসেল চৌধুরী
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ভাটি অঞ্চল মুরাদপুর গ্রাম। গ্রামটির চারপাশেই হাওর আর জলাশয় অবস্থিত। এখানকার মানুষের প্রধান কাজই হচ্ছে কৃষি। এই কৃষিনির্ভর এলাকাটির অনেক মানুষ গরিব ও অসহায়। এসব অসহায় মানুষের মুখে হাসি ফোটাল সমকাল সুহৃদ সমাবেশ ও আল-খায়ের ফাউন্ডেশন।

পবিত্র রমজান উপলক্ষে ৭ এপ্রিল দুপুরে মুরাদপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আল-খায়ের ফাউন্ডেশন ও সমকাল সুহৃদ সমাবেশের যৌথ আয়োজনে ২ শতাধিক অসহায় পরিবার সদস্যদের মধ্যে বিতরণ করা হয় খাদ্যসামগ্রী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ। স্কুল মাঠে সারিবদ্ধভাবে টোকেনপ্রাপ্তদের খাদ্যসামগ্রীর প্যাকেট তাদের হাতে তুলে দেওয়া হয়।

সমকাল হবিগঞ্জ প্রতিনিধি রাসেল চৌধুরীর সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীব, আলমপানা চৌধুরী মাসুদ, আমিরুল চৌধুরী, আফরাজুল ইসলাম চৌধুরী, ডা. বাদশা, সাংবাদিক জাকারিয়া চৌধুরী ও নিরঞ্জন গোস্বামী শুভসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে ইউএনও পদ্মাসন সিংহ বলেন, আল-খায়ের ফাউন্ডেশন ও সমকাল সুহৃদ সমাবেশের যৌথ আয়োজনের মধ্য দিয়ে আপনাদের মধ্যে এ উপহার বিতরণ করা হচ্ছে; যা অত্যন্ত স্বচ্ছতার মাধ্যমে হচ্ছে। সরকার সাধারণ অসহায় মানুষদের জন্য খুবই আন্তরিক।
হবিগঞ্জ প্রতিনিধি

বিশ্বনাথ
জাহাঙ্গীর আলম খায়ের
আমার জামাই (স্বামী) নাই। ভিক্ষা আর খাম খইরা (কাজ করে) খাই। রোজার মাস (রমজান মাস) আইছে (এসেছে) মালর (জিনিসপত্র) যে দাম। হুরুতা-বুরুতারে (ছেলে-সন্তানদের) লইয়া (নিয়া) খাইয়া বাছাউ (খেয়ে বাঁচা) দায়। অনে তেরাণ (ত্রাণ) ফাইয়া (পেয়ে) খুব খুশি অইছি (হয়েছি)। খাদ্য সহায়তা পেয়ে এভাবেই কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলেছেন রোকিয়া বেগম (৩৮)। তিনি সিলেটের বিশ্বনাথ পৌর শহরের রাজনগর গ্রামের মৃত সেলিম মিয়ার স্ত্রী।
রোকিয়ার মতো খাদ্য সহায়তা পাওয়ায় চোখেমুখে আনন্দ ফুটে ওঠে পৌর শহরের জানাইয়া গ্রামের রাহেলা বেগম (৩৪), একই গ্রামের ৮০ বছর বয়স্ক মফিজ আলী, কাদিপুর আজিজ নগরের আজর আলীর।

সিলেটের বিশ্বনাথ উপজেলার সুবিধাবঞ্চিত ১২৫টি অসহায় ও দরিদ্র পরিবারকে ১৫ কেজি চাল, ২ কেজি আলু, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি করে ডাল, চিনি, পেঁয়াজ, ছোলা, আটা, লবণ এবং ৫০০ গ্রাম করে গুঁড়া দুধ ও খেজুর দেওয়া হয়।
বিকেলে জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুসরাত জাহান। রমজান চলছে আর এই মাসে সুহৃদ সমাবেশ ও আল-খায়ের ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে- এটা নিঃসন্দেহে মহতী উদ্যোগ।

বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমেদ, শিক্ষক হাসান বিন ফাহিম, বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান, প্রবীণ ব্যক্তিত্ব হাজী আব্দুল মান্নান এবং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, রাজনৈতিক আহ্বায়ক জালাল উদ্দিন, আব্দুল আজিজ সুমন, ব্যবসায়ী আরশ আলী রেজা, আলহাজ মঈনুর রহমান, ইকরা বাংলা টেলিভিশনের অনুষ্ঠান পরিচালক ও প্রযোজক আহমাদ সেলিম, স্টাফ রিপোর্টার বেলাল আহমেদ প্রমুখ
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

লালমনিরহাট
আনোয়ার হোসেন স্বপন
লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের পূর্ব আমবাড়ি গ্রামের আশি বছরের ছাবিয়া। স্বামী রহুল আমিন মারা যাওয়ার পর সন্তানরা কোনো খোঁজখবর রাখে না তার। একাই থাকেন জীর্ণ কুটিরে। ২৬ মার্চ রাতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে তার বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তারই প্রতিবেশী স্বামী পরিত্যক্ত হালিমার (৬০) বাড়িও পুড়ে ভস্মীভূত হয়। এমন ক্ষতিগ্রস্ত ১১ পরিবারসহ অসহায় মানুষদের মুখে হাসি ফোটালো সমকাল সুহৃদ সমাবেশ ও আল-খায়ের ফাউন্ডেশন। রোববার দুপুরে লালমনিরহাট শহরের নর্দান প্রি-ক্যাডেট অ্যান্ড কিন্ডারগার্টেন প্রাঙ্গণে এই খাদ্য সহায়তা দেওয়া হয়।
খাদ্যসামগ্রী বিতরণ শেষে কথা হয় শহরের সৈয়দ মোড় এলাকার শ্রবণ প্রতিবন্ধী রেজিয়া খাতুনের সঙ্গে। অনেকেই চলে গেলেও খাদ্যভর্তি প্যাকেট নিয়ে চুপচাপ বসে আছেন রেজিয়া খাতুন। বসে থাকার কারণ জিজ্ঞাসা করতে তিনি জানান, 'বাহে, প্যাকেটের এত ওজন কে ? পাথর দিছেন নাকি। হামরাগুলা এত ওজনের প্যাকেট নিয়া বাড়ি যামু কেমনে।' পরে খাদ্য তালিকার কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন এই বৃদ্ধা।
খাদ্য সহায়তা বিতরণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সমাবেশের নবগঠিত কমিটির সভাপতি প্রভাষক গোলাম ফারুখ, সাধারণ সম্পাদক কামাল হোসেন মুকুট, সহসভাপতি প্রভাষক হারুন অর রশিদ, সহসভাপতি মীর ছলিমুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মন্ডল, সিনিয়র সাংবাদিক এসএম আবু হাসনাত রানা, আল- খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীব, কর্মকর্তা কমলজিৎ পাল প্রমুখ।
লালমনিরহাট প্রতিনিধি

উলিপুর
মোন্নাফ আলী
কয়েক দিনের টানা পরিশ্রম আর ক্লান্তি যেন মুহূর্তেই হারিয়ে গেল। অসহায় মানুষগুলোর মুখের হাসি যেন ভুলিয়ে দিল কষ্টের অনুভূতিগুলো। আয়োজন শেষ, পর দিন খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। কিন্তু রাতভর বৃষ্টি বড় দুশ্চিন্তায় ফেলল আমাদের। সকাল ৮টার পর বৃষ্টি বন্ধ হলো। স্বস্তি পেলাম। সুবিধাভোগী, সুহৃদ ও অতিথিরা ভেন্যুতে এলেন। এবার মূল আয়োজন। খাদ্য বিতরণের এ আয়োজনের অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, পৌর মেয়র আলহাজ মামুন সরকার মিঠু প্রমুখ।

সমকাল সুহৃদ সমাবেশ ও আল-খায়ের ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দেওয়া খাদ্য সহায়তা পেয়ে খুশি মনে বাড়ি ফিরে যাওয়ার সময় সুবিধাভোগী ভিক্ষুক খুকি বালা (৮০), প্রতিবন্ধী নুর ভানু (৪৫), রফিকুল ইসলাম ও মনোয়ারা বেওয়া এত সহজে এবং কোনো হয়রানি ছাড়া খাদ্যসামগ্রী পেয়ে খুব খুশি বলে তাদের অনুভূতি ব্যক্ত করলেন এভাবে।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীব, রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সিইও জুবায়ের আহাম্মেদ চৌধুরী, ট্রাস্টি জুনেদ আহাম্মেদ চৌধুরী ও প্রজেক্ট অফিসার জুহের আহাম্মেদ চৌধুরী। সমকালের উলিপুর প্রতিনিধি মোন্নাফ আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সুহৃদ সমাবেশ উলিপুর শাখার সভাপতি খোরশেদ আলম, সম্পাদক কামরুজ্জামান স্বাধীন, সাংবাদিক জাহাগীর আলম, সাংবাদিক আব্দুল মালেক, সুহৃদ সদস্য মুরাদ মন্ডল, আরিফুল ইসলাম, সুমন, সজিব, লুৎফর রহমান, আমিন, রিপন, কালাম, ফাতেমা বেগমসহ সকল সদস্য ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
উলিপুর কুড়িগ্রাম