- ফিচার
- বিভিন্ন স্থানে কমিটি গঠন
বিভিন্ন স্থানে কমিটি গঠন

ফটোসেশনে নাটোর সুহৃদ সমাবেশের নবগঠিত কমিটি
খুলনা
এম সাইফুল ইসলাম
খুলনায় নব উদ্যমে যাত্রা শুরু করেছে সমকাল সুহৃদ সমাবেশ। গঠন করা হয়েছে সুহৃদের ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি। এ লক্ষ্যে ২৮ মার্চ সমকাল খুলনা ব্যুরো কার্যালয়ে সুহৃদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে এম সাইফুল ইসলামকে আহ্বায়ক, মেহেদী হাসান ও জারিন ফাতেমাকে যুগ্ম আহ্বায়ক এবং মফিজুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- ইমরান হোসেন, সানজিদা ইয়াসমিন, ইমাম হোসেন সুমন, রাসেল মাহমুদ, রাকিবুল ইসলাম, বেল্লাল হোসেন সজল, জাকারিয়া হোসেন। কমিটি গঠন সভায় উপস্থিত ছিলেন- দৈনিক সমকালের খুলনা ব্যুরোপ্রধান মামুন রেজা, স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়, ফটো সাংবাদিক জাহিদুল ইসলাম প্রমুখ। সভায় সংগঠনকে গতিশীল করতে বিভিন্ন বিষয়ে আলোচনার মধ্যেমে তিন মাসের কর্মপরিকল্পনা নির্ধারণ হয়। আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটিতে রূপান্তর করা হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আহ্বায়ক, সুহৃদ সমাবেশ, খুলনা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
আশিকুর রহমান
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সুহৃদ সমাবেশের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের টিএসসি কফি চত্বরে এক সভায় দেবেশ সরকারকে আহ্বায়ক ও শাহরিয়ার নাফিসকে সদস্য সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- রাফিউল ইসলাম, সৌমিত্র কুমার বিশ্বাস, শিল্পী রানী, আল-আমিন হোসেন, আবু হানিফ সরকার, সাবরিনা আফরিন, আনারুল ইসলাম, রাকিব হাসান মুবিন, এস এম সাজ্জাদ-উল-ইসলাম, রাকিব কাওসার, অর্পিতা দাস, উম্মে আতিয়া নিশাত ও হাফসা খাতুন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
কুষ্টিয়া সরকারি কলেজ
আব্দুল আজিজ
কুষ্টিয়া সরকারি কলেজে যাত্রা শুরু হলো সুহৃদ সমাবেশের। ২৩ মার্চ সরকারি কলেজের মুক্ত মঞ্চ প্রাঙ্গণে এক সভায় এ কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থী আব্দুল আজিজকে আহ্বায়ক ও নয়ন আহমেদকে যুগ্ম আহ্বায়ক ও এসএম সরোয়ার পারভেজকে সদস্য সচিব করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- আতিক হাসান, শাহিন হোসেন, সজল সরকার ও সবুজ আলী। এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির আহ্বায়ক আবু তালহা, যুগ্ম আহ্বায়ক এম রহমান শোভন, সদস্য ওয়াসকরুনি ফারাবি প্রমুখ। আগামী এক মাসের মধ্যে এ কমিটিকে পূর্ণাঙ্গ কমিটিতে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
আহ্বায়ক, সুহৃদ সমাবেশ, কুষ্টিয়া সরকারি কলেজ
নাটোর
নবীউর রহমান পিপলু
সম্প্রতি নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে সভার মাধ্যমে সুহৃদ সমাবেশের নতুন কমিটি গঠন করা হয়েছে। সমকালের নাটোর জেলা প্রতিনিধি নবীউর রহমান পিপলুর সভাপতিত্বে সভায় এম কে কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাককে সভাপতি ও প্রভাষক অশোক কুমার ভদ্রকে সদস্য সচিব করে ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- আবু সাইদ মো. আক্রামুজ্জামান, মো. মাহাবুব রহমান, এসএম গোলাম মহিউদ্দিন, সাব্বির প্রামাণিক প্রান্ত, লিজা আক্তার, নিবেদিতা মৌলিক, নাজমুল আহম্মেদ, সুমন আলী, মনোয়ার হোসেন, নাহিদ আহম্মেদ, সেলিম রেজা, আসাদুল ইসলাম, মাহাতাব আলী, মহিমা খাতুন, সজল হাসান, চঞ্চল কুমার দেব, বিশ্বজিৎ মণ্ডল, জুবায়ের হাসান, মাহমুদুল হাছান, ফারহানা খাতুন, আফসানা আন্নী, নুর-ই আফরোজ, সাবরিয়া ইমন, হারুন-অর-রশিদ, সাব্বির আলী, আফরোজা পারভিন, একলাস কাজী, জাকির হোসেন ও গোলাম রাব্বানী। উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন- সুবোধ কুমার মৈত্র, মজিবুল হক নবী, ডা. আবুল কালাম আজাদ, বিমান গোবিন্দ সরকার, নবীউর রহমান পিপলু, এসএম আবু কাওছার, হাফিজা খানম জেসমিন ও খন্দকার মাহাবুব।
নাটোর প্রতিনিধি
ধর্মপাশা
এনামুল হক
২৩ মার্চ বিকেলে ধর্মপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সুহৃদ সমাবেশের কমিটি গঠন সভায় ধর্মপাশা সরকারি কলেজের অর্থনীতির প্রভাষক সুভাষ চন্দ্র সরকারকে সভাপতি ও লংকাপাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়তী রানী তালুকদারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি নজমুল হায়দার, মাবুবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস পলাশ, অর্থ সম্পাদক ফরিদা ইয়াসমিন, দপ্তর সম্পাদক আবু ইউসুফ, সাহিত্য সম্পাদক মাহমুদুল হাসান সামরুল, প্রচার-প্রকাশনা সম্পাদক সরফরাজ খান পাঠান কায়েস, সাংস্কৃতিক সম্পাদক কল্পনা বিশ্বাস, ক্রীড়া সম্পাদক ওয়াহেদ আলী মুরাদ, সমাজকল্যাণ সম্পাদক শান্তনা রানী সিংহ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক গোলাম জিলানী, নারীবিষয়ক সম্পাদক বুলবুল আক্তার চৌধুরী, পরিবেশ সম্পাদক প্রণব তালুকদার, পাঠচক্র সম্পাদক কাজী বর্ণাঢ্য, নির্বাহী সদস্য আফরোজা খানম, দেবাশীষ চৌধুরী পলাশ, শামীম আহমেদ, পারমিতা সরকার, জামিয়া সুলতানা, ফারজানা আক্তার, লিটন চন্দ্র ভৌমিক, আনোয়ারুল হক তামিম, শামীম আহমেদ, শাহ লিটন, শাহরিয়ার আহমেদ ইমন, মিলন মিয়া ও মাসুদ রানা।
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
ফুলবাড়ী
আজিজুল হক সরকার
দিনাজপুরের ফুলবাড়ীতে সুহৃদ সমাবেশের কমিটি গঠন করা হয়েছে। সমকালের ফুলবাড়ী প্রতিনিধি এবং সমন্বয়কারী উপদেষ্টা আজিজুল হক সরকারের সভাপতিত্বে ৯ এপ্রিল সভায় প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক সচিব এবং সরকারি কলেজের অধ্যক্ষ আমিনুল হক সরকার, বিশেষ অতিথি ছিলেন ফুলবাড়ী পৌরসভার মেয়র মাহমুদ আলম লিটন, ইঞ্জিনিয়ার লুৎফুল হুদা চৌধুরী লিমন।
উপদেষ্টারা হলেন- আমিনুল হক সরকার, মাহমুদ আলম লিটন, নুরুল হুদা চৌধুরী লিমন, আবু তৈয়ব সালাউদ্দিন তুহিন, কায়সার পারভেজ নান্নু, খোরশেদ আলম নাদিম, আহমেদুর রহমান চৌধুরী, সহকারী অধ্যাপক মনজুরুল ইসলাম শাহ, মনোজ কুমার মল্লিক এবং সৈয়দ রায়হান উর রশীদ জামী।
সহকারী অধ্যাপক এস এম আবদুল্যাহ আখতারুজ্জামানকে সভাপতি এবং সহকারী অধ্যাপক আবুহেনা মো. খায়রুল আনাম আবেশকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- মুরশেদুল আলম শারাফী, আবু হানিফা মণ্ডল, হাবিবুর রহমান, মোস্তাক আহমেদ, এন্তেখাব আলম রিপন, নিয়াজ তানভীর, আশরাফুল আলম, মেহেদী হাসান, আবু ফরহাদ, মোশাররফ হোসেন, মো. জাহাঙ্গীর আলম, সৈয়দ আমানুর রশীদ অঞ্জন, তন্ময় রায়, ইকবাল হোসেন বিপ্লব, কমল সরকার, মোকাররম হোসেন, মেহেদী হাসান সৌরভ, মনিরুজ্জামান শাহ জামান, বিশাল বাবু, মাহফুজুল আলম ডলার, সুমাইয়া জাহান ছায়া, ফৌজিয়া খানম, মহসিনা পারভীন শাওন, আরজু আহমেদ টুটুল, উচ্ছ্বাস চন্দ্র সরকার সৌরভ, রাইসা নাফসিন ফ্রেয়া, ফারহানা আক্তার তিশা, মনীরা খাতুন, শিমলা আক্তার, রত্না আক্তার, মেহেনাজ আক্তার মিষ্টি, বাবলী আক্তার, বীথি দাস, নিকিতা গুপ্তা, সিরাজুম মনিরা, পাপড়ি আক্তার, তাসনিম আক্তার মুন, রোবায়েদ হোসেন, আরমান পারভেজ, মো. কারিম, ফিরাজুল হোসেন, আমিনুল ইসলাম, ইসমাইল আহমেদ, দীপঙ্কর রায়, মো. মোরসালিন, সাব্বির আহমেদ জীবন, স্বপ্টম্না রায়, আল মদিনা, নাভানা আক্তার মিমি, পলি রানী।
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
গাইবান্ধা টেকনিক্যাল স্কুল ও কলেজ
উজ্জল চক্রবর্ত্তী
সমকাল সুহৃদ সমাবেশ গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ইউনিট কমিটি গঠন করা হয়েছে। ৬ এপ্রিল অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান। বক্তব্য রাখেন- সুহৃদ গাইবান্ধা জেলা ইউনিটের উপদেষ্টা প্রফেসর সমীর কুমার সরকার, আলম মিয়া, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ইউনিটের উপদেষ্টা ইন্সট্রাক্টর এএসএম মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি মো. মারুফ মিয়া, কাফি ইসলাম লিমন, গাইবান্ধা সরকারি কলেজ সুহৃদের সভাপতি সম্পা দেব, সমকালের জেলা প্রতিনিধি উজ্জল চক্রবর্ত্তী প্রমুখ।
পরে সর্বসম্মতিক্রমে মো. কাফি ইসলাম লিমনকে সভাপতি এবং মো. রাহুল হাসান রিমনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. আতিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. আল কাওসার মুবিন, সাংগঠনিক সম্পাদক তানজির আহম্মেদ রাহি, সহ-সাংগঠনিক সম্পাদক মুরাদ হাসান মুন্না, অর্থ সম্পাদক সাকি ইসলাম নিলয়, সহ-অর্থ সম্পাদক মনিরুজ্জামান রিমন, পাঠচক্র সম্পাদক ঈশিতা আক্তার, সহ-পাঠচক্র সম্পাদক জেরিন আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক স্বাধীন মিয়া, দপ্তর সম্পাদক সাফায়েত হোসাইন আনন্দ, সহ-দপ্তর সম্পাদক জীবনানন্দ সরকার সিক্ত, কার্যনির্বাহী সদস্য তুবা, মিম, মুন্তাহা, আশিক, জয়, কামরুল ও শামীম। এ ছাড়া ইউনিটের উপদেষ্টা হিসেবে থাকছেন অধ্যক্ষ প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান, চিফ ইন্সট্রাক্টর মো. সাইফুল ইসলাম ও ইন্সট্রাক্টর ইংরেজি এএসএম মোস্তাফিজুর রহমান প্রমুখ।
গাইবান্ধা প্রতিনিধি
মন্তব্য করুন