গরম ভাতের সঙ্গে ভর্তা যেন খাবারে আনে পূর্ণ তৃপ্তি। সেহরিতে মজার রকমারি ভর্তা এনে দেবে বাঙালিয়ানা স্বাদ। তেমনই কিছু রেসিপি
দিয়েছেন নাজরানা লোপা

আলুভর্তা
উপকরণ :আলু ৫-৮টি, পেঁয়াজ কুচি আধা কাপ, শুকনা মরিচ ২-৩টি, লবণ স্বাদমতো, সরিষার তেল আধা কাপ, ঘি এক টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি :আলু সিদ্ধ করে চটকে নিন। প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি, শুকনা মরিচ কুচি দিয়ে লাল করে ভেজে তাতে আলু ও লবণ দিন। নামানোর আগে ঘি দিয়ে পরিবেশন করুন।

লাউপাতা ভর্তা
উপকরণ :লাউপাতা ১০-১২টি, চ্যাপা শুঁটকি ৪-৫টি, পেঁয়াজ ২টি, শুকনা মরিচ ৪-৫টি, রসুন ৪-৫ কোয়া এবং লবণ পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি : লাউপাতা ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিন। শুঁটকি মাছ ধুয়ে টেলে নিন। পেঁয়াজ, রসুন ও শুকনা মরিচ টেলে রাখুন। এবার সব উপকরণ একে একে বেটে নিন। এরপর পরিবেশন করুন।

পোড়া বেগুনভর্তা
উপকরণ :বড় বেগুন ২টি, কাঁচামরিচ ২-৩টি, লবণ স্বাদমতো, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ,
ধনেপাতা ১ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি :বেগুন চুলায় দিয়ে পুড়িয়ে নিন। বেগুনের খোসা ছাড়িয়ে পানি দিয়ে ধুয়ে ফেলুন। বেগুন চটকে নিন। এবার কাঁচামরিচ ও সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নিন এবং সব উপকরণ এক সঙ্গে মেখে নিন। তারপর পরিবেশন করুন।

চ্যাপা শুঁটকির ভুনা
উপকরণ :চ্যাপা শুঁটকি ১২-১৫টি, শুকনা মরিচ বাটা দেড় চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, লবণ স্বাদমতো, তেল কোয়ার্টার কাপ।
প্রস্তুত প্রণালি :চ্যাপা শুঁটকি ভালোভাবে ধুয়ে নিন। প্যানে তেল দিয়ে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিন। সামান্য পানি দিয়ে লবণ, শুঁটকি মাছ, মরিচ বাটা দিয়ে ভালো করে নাড়ূন। যখন হয়ে তেলে ওপরে উঠে আসবে, তখন নামিয়ে পরিবেশন করুন।