বাগান করার শখ কমবেশি সবারই থাকে। প্রতি জায়গা মাপা ফ্ল্যাটে সেই স্বপ্ন অনেকেরই পূরণ হয় না। বাড়ি যদি থাকে খোলামেলা আর অবশ্যই কিছুটা জায়গাযুক্ত একটা ব্যালকনি; তাহলে সেখানেই সেজে উঠতে পারে আপনার শখের বাগান। প্রয়োজন শুধু কিছু বিষয় মাথায় রাখা।

ব্যালকনির কোন অংশে কতগুলো এবং কী কী গাছ রাখতে চান, তা ঠিক করে নিন। বাগানের পেছনে যাতে প্রচুর সময় না দিতে হয়, সে জন্য এমন গাছের কথা ভাবুন যেগুলোর খুব বেশি যত্নের প্রয়োজন পড়ে না।

শুরু করার আগে বাজেট ঠিক করে নিন। ব্যালকনি গার্ডেন কতটা খরচসাপেক্ষ হবে, তা পুরোপুরিই নির্ভর করছে আপনি কোন ধরনের গাছ লাগাবেন, তার ওপর।

দেখতে হবে গাছগুলো যেন সঠিক মাত্রায় পানি ও সূর্যের আলো পায়। আমাদের মতো গরমের দেশে এমনিতেও গাছে বেশি পানি দিতে হয়। তা ছাড়া ব্যালকনি যদি হয় দক্ষিণ বা পশ্চিমমুখী কিংবা ব্যালকনিতে খুব বাতাস আসে, তাহলে পানির পরিমাণ বাড়াতে হবে। আপনার মিনি গার্ডেন দিনে কতটা রোদ পায়, খেয়াল রাখুন সেটাও। গাছ কেনার আগে জেনে নিন কোন দিকে ফেসিং ব্যালকনির জন্য উপযুক্ত কোন কোন গাছ।

বাগানকে রঙের ছোঁয়া দিতে রাখুন বেশ কিছু ফুলের গাছ। আপনার পছন্দ এবং সঙ্গে অবশ্যই জায়গা, বাজেট ও সূর্যের আলোর কথা মাথায় রেখে বেছে নিন ফুলগাছ। অপশন কিন্তু প্রচুর! লম্বায় বেশ কিছুটা জায়গা থাকলে লতানো ফুলগাছ লাগাতে পারেন। জায়গা অনুযায়ী ছোট-বড় টব রাখতে পারেন। ব্যালকনির ছাদ বা রেলিং থেকে ঝুলিয়েও দিতে পারেন ছোট একটা হ্যাঙ্গিং পটে রঙিন ফুলের গাছ। জায়গা থাকলে লাগাতে পারেন টমেটো, লঙ্কা, বেগুনের মতো কিছু সবজি। সব রকম ফুল বা গাছ সব মৌসুমে হয় না। তাই সিজনের সঙ্গে সঙ্গে বদলাতে থাকুন আপনার মিনি গার্ডেনের গাছ। গরমকালে সূর্যমুখী, শীতকালে গোলাপ, ডালিয়া ইত্যাদি বাড়িয়ে তুলবে ব্যালকনির সৌন্দর্য। পিটুনিয়ার মতো কিছু ফুল আবার ফুটবে প্রায় সারাবছরই।