সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে), ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইউএন উইমেনের তত্ত্বাবধানে জাপান সরকারের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিয়ে দেশের মোট ৪টি বিশ্ববিদ্যালয়ে উইমেন পিস ক্যাফের কার্যক্রম চলছে। উইমেন পিস ক্যাফে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় নারীর ক্ষমতায়ন, উদ্ভাবনী চিন্তার প্রয়োগ ও বাস্তবায়নে বিভিন্ন কমিউনিটির নারীদের নিয়ে কাজ ও উদ্যোক্তা তৈরিতে সৃষ্টিশীল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

গত ২৮ মার্চ ঢাকার গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে), ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইউএন উইমেনের আয়োজনে 'বাংলাদেশে উইমেন পিস ক্যাফে উদ্যোগ থেকে অভিজ্ঞতা বিনিময়' শীর্ষক জাতীয় সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রথম ধাপে স্বাগত বক্তব্য দেন সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক মনজুর হাসান। স্বাগত বক্তব্যে নারীর শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় উইমেন পিস ক্যাফের নানাবিধ অর্জন ও অনন্য সাধারণ দিকগুলো সম্পর্কে অবহিত করেন।

সম্মেলনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। এ ধরনের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, 'জাপান বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতা করে যাচ্ছে। কিন্তু এ ধরনের সামাজিক উদ্যোগের পাশে থাকতে পেরে জাপান আনন্দিত।'
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ দিয়া নন্দা। তিনি বলেন, 'আমরা এই অংশীদারিত্বের মাধ্যমে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় চারটি উইমেন পিস ক্যাফে (ডব্লিউপিএস) প্রতিষ্ঠা করেছি এবং প্রায় ৯০০ শিক্ষার্থীকে সামাজিক উদ্যোক্তা, শান্তি-নির্মাণ এবং সামাজিক সংহতির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।'

পরবর্তী ধাপে 'উইমেন পিস অ্যাম্বাসাডর উদ্যোগের অভিজ্ঞতা ও এর সঠিক চর্চা' বিষয়ক একটি পিস আড্ডা অনুষ্ঠিত হয়। আড্ডায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিশ্ব শান্তি এবং ন্যায়বিচারের অবদান বিষয়ে আলোকপাত করেন। তারা পিস ক্যাফে থেকে প্রাপ্ত অভিজ্ঞতার কথা তুলে ধরার পাশাপাশি শান্তি ও সামাজিক সম্প্রীতির বিষয়ে তাদের অভিজ্ঞতা ও প্রস্তাবনা তথা মতামত ব্যক্ত করেন। পিস আড্ডায় উপস্থিত ছিলেন ৪টি বিশ্ববিদ্যালয়ের পিস ক্যাফের সদস্যরা।