- ফিচার
- তেঁতুলতলা মাঠ হোক শিশুদের, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের দাবি
তেঁতুলতলা মাঠ হোক শিশুদের, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের দাবি

রাজধানীর কলাবাগান তেঁতুলতলা খেলার মাঠ শিশু কিশোরদের খেলার জন্য সরকারিভাবে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের প্রথিতযশা সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
তেঁতুলতলা খেলার মাঠ আন্দোলনের নেতৃত্বদানকারী সৈয়দা রত্না ও তার পুত্র প্রিয়াংশুকে কলাবাগান থানায় বন্দি রাখার ঘটনায় প্রতিবাদ জানান তারা।
মা-ছেলেকে থানায় বন্দি রাখার সমালোচনায় তারা বলেন, ‘প্রশ্ন জাগে যে কেন কোন প্রকার প্রতিবাদ করলে সাথে সাথে সেই প্রতিবাদকারীকে এদেশে গ্রেপ্তার হতে হয়।এভাবে মত প্রকাশে বাধা দেশকে স্থবির করে দিচ্ছে। আমরা দ্ব্যর্থহীন বলতে চাই যে শত পথ শত মতের দেশ বাংলাদেশ বৈচিত্র্যের মধ্যে ঐক্য নির্মাণের সংস্কৃতিতে বিশ্বাস করে।’
সৈয়দা রত্না ও প্রিয়াংশু খেলার মাঠ দাবি আদায়ের আন্দোলন থেকে সরে যাবেন মর্মে মুচলেকায় স্বাক্ষর করেছে যে বলে খবর এসেছে, তার কঠোর সমালোচনায় তারা বলেন, ‘আন্দোলন থেকে সরে আসবে এরকম মুচলেকায় ন্যক্কারজনকভাবে স্বাক্ষর নিয়ে তাদের মুক্তি দিয়েছে বলে আমরা গনমাধ্যম মারফত জানতে পেরেছি। আমরা এই হীন মুচলেকার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও একই সাথে তা প্রত্যাহারের দাবি জানাই।’
কলাবাগানের তেঁতুলতলা মাঠকে খেলার মাঠ হিসেবে দেখতে চাওয়া সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলেন, কলাবাগান থানা ভবনের জন্য অন্য কোনো জায়গা খুঁজে ভবন নির্মাণের পরামর্শ দিচ্ছি। ঢাকা দক্ষিণের মাননীয় মেয়র পুলিশ প্রশাসনকে কলাবাগান থানা ভবনের জন্য অন্য কোথাও স্থান নির্ধারণের যে পরামর্শ দিয়েছেন তা আমরা সমর্থন করি।
ঢাকাসহ দেশের সব শহরে শিশু-কিশোরদের পরিপূর্ণ বিকাশের উপযুক্ত মাঠ ও আধুনিক সুযোগ-সুবিধাসম্বলিত স্থানের অপ্রতুলতার কথাও তারা সরকারকে স্মরণ করে দেন।
বিবৃতিদাতারা হলেন-আব্দুল গাফফার চৌধুরী, সৈয়দ হাসান ইমাম,অনুপম সেন, রামেন্দ মজুমদার, ফেরদৌসী মজুমদার, সারোওয়ার আলী, আবেদ খান, সেলিনা হোসেন, আবদুস সেলিম, লায়লা হাসান, মফিদুল হক, মামুনুর রশীদ, শফি আহমেদ,শাহরিয়ার কবীর,মুনতাসীর মামুন, নাসির উদ্দীন ইউসুফ, সারা যাকের, শিমূল ইউসুফ, হারুন হাবীব।
মন্তব্য করুন