- ফিচার
- ঈদের ছবি
ঈদের ছবি

শাকিব খান - ফাইল ছবি
বিনোদনের অন্যতম বড় মাধ্যম সিনেমা। ঈদ উৎসবে সিনেমা দর্শকের জন্য বাড়তি আনন্দ যোগ করে। যুগ যুগ ধরে ঈদ উৎসবে দর্শক নতুন নতুন সিনেমা দেখে খুঁজে পান অন্যরকম আমেজ। তাই তো ঈদকে কেন্দ্র করে ছবি নির্মাণের ক্ষেত্রে থাকে নির্মাতাদের বাড়তি প্রস্তুতি। সাধারণত বড় বাজেটের ছবিগুলো মুক্তি পায় ঈদ উৎসবেই। উৎসব হিসেবে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতারা এখন পর্যন্ত ঈদকে 'সেরা সময়' বলে মনে করেন। তাই এই সময় নিজেদের সেরা ছবি মুক্তি দিতে চান সবাই। মুক্তি পাওয়া ছবিতেও থাকে ঈদের আনন্দমুখর আবহ। তাই তো ঈদ বিনোদনের অন্যতম অনুষঙ্গ হচ্ছে ছবি দেখা।
সারা বছর দেশে সর্বসাকল্যে ৭০ থেকে ৮০টির মতো সিনেমা হল চালু থাকে। তবে ঈদ বা অন্যান্য উৎসব উপলক্ষে নতুন করে কিছু সিনেমা হল সংস্কার করে চালু করা হয়। কোনো কোনো সময় বিকল্প ব্যবস্থায় অডিটোরিয়াম ভাড়া করেও সিনেমা দেখানো হয়। আসন্ন ঈদুল ফিতরেও প্রায় ৩০টি সিনেমা হল মেরামত করে চালু হচ্ছে। সব মিলিয়ে এবারের ঈদে ১২০টির মতো সিনেমা হলে ছবি প্রদর্শিত হবে। এর মধ্যে প্রায় ১০০টি সিনেমা হলে নতুন মুক্তি পাওয়া ছবি আর বাকি ২০টিতে পুরোনো ছবি চালানো হবে বলে সমকালকে জানান বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন। এবার ঈদে আগের আওয়াজে ছিল ডজন খানেক ছবি। ঈদে মুক্তি পাবে বলে বড় বড় বুলিও আওড়িয়েছেন অনেকেই। সেসব তালিকার মধ্যে ছিল- গিয়াস উদ্দিন সেলিমের 'পাপ-পুণ্য', সুলাইমান লেবুর 'প্রেম প্রীতির বন্ধন', এসডি রুবেলের 'বৃদ্ধাশ্রম', সৈকত নাসিরের 'ক্যাসিনো', এমডি ইকবালের 'রিভেঞ্জ' এবং সাইফ চন্দনের 'ওস্তাদ'।
তবে ঈদের আগমুহূর্তে এসে এসব ছবি আর আওয়াজে নেই। সরে গেছে মুক্তির তালিকা থেকে। এবারের ঈদে চারটি ছবি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সৌমেন রায় বাবু। তিনি বলেন, মুক্তির দৌড়ে অনেক ছবি থাকলেও, এখন পর্যন্ত ঈদে মুক্তির জন্য চারটি ছবি চূড়ান্ত হয়েছে। এগুলো হলো- শাকিব খানের 'গলুই' ও 'বিদ্রোহী', সিয়াম আহমেদের 'শান' এবং নতুন নায়িকা সুলতানা রোজ নিপার 'বড্ড ভালোবাসি'। চারটি সিনেমার মধ্যে তিনটি ছবি নির্মিত হয়েছে বড় বাজেটের বলে দাবি প্রযোজকদের। তাদের দেওয়া হিসাব অনুসারে, আসন্ন ঈদুল ফিতরে এই তিনটির বাজেট প্রায় ১১ কোটি টাকা। এর মধ্যে সর্বোচ্চ বাজেটের সিনেমা সিয়াম আহমেদের 'শান'; সর্বনিম্ন শাকিব খান অভিনীত 'গলুই'। এরই মধ্যে 'গলুই', 'শান' ও 'বিদ্রোহী' সিনেমার প্রযোজকরা প্রায় ১০০টি সিনেমা হল চূড়ান্ত করেছেন বলে জানা গেছে।
এবারের ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে সবচেয়ে আলোচিত 'গলুই' ও 'শান'। এ দুটি ছবিতেই নায়িকা হিসেবে অভিনয় করেছেন পূজা চেরী। ধারণা করা হচ্ছে, দুটি ছবিই ব্যবসায়িকভাবে লাভবান হবে। তবে এখন পর্যন্ত প্রচারের কৌশলে এগিয়ে আছে 'শান'। ট্রেলার, পোস্টার ও গান প্রকাশের পর সবই হয়েছে প্রশংসিত। সত্য ঘটনা অবলম্বনে পুলিশি অ্যাকশন ধারার ছবিটি নির্মাণ করেছেন এম রহিম। এই ছবির মাধ্যমে 'পোড়ামন-২' এবং 'দহন' সিনেমার পর একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। পরিচালক এম রহিম বলেন, 'শান' ছবির মূল শক্তি গল্প। ছবিটি নির্মাণে কোথাও এক চুল ছাড় দেওয়া হয়নি। ছবিটি নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। আমি আশাবাদী ছবিটি দর্শকদের ঈদের আনন্দ আরও বাড়িয়ে দেবে। শান বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়াতেও মুক্তি পাবে ঈদে। অন্যদিকে শাকিব খান-পূজা চেরির প্রথম সিনেমা 'গলুই' ঘিরেও রয়েছে আলোচনা। আবহমান গ্রাম-বাংলার মিষ্টি কাহিনি দেখিয়েছেন পরিচালক এসএ হক অলিক। এরই মধ্যে প্রকাশ হয়েছে সিনেমার গান ও টিজার। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি নিয়ে এসএ হক অলিক বলেন, গ্রাম-বাংলার গল্প নিয়ে গলুই। ছবিটি শাকিবের মতো সুপারস্টারকে এমন একটি গল্পে পাওয়াটা ভিন্ন মাত্রা দিয়েছে। ঈদের মতো বড় উৎসবের ছবি এটি। দর্শকরা যে প্রত্যাশা নিয়ে হলে যাবেন, আশা করি সেই প্রত্যাশা পূরণ হবে। ঈদে শাকিব খানের আরও একটি ছবি হচ্ছে 'বিদ্রোহী'।
শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটি আটকে ছিল বহুদিন ধরেই। অবশেষে মুক্তি পাচ্ছে ঈদে। ছবিতে শাকিবের নায়িকা শবনম বুবলী। ইতোমধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে ঈদের সর্বোচ্চ হল পাওয়া ছবি হবে এটি। শাপলা মিডিয়ার সেলিম খানের নামে ছবিটি মুক্তি পেলেও মূলত এর পরিচালক ছিলেন শাহীন সুমন। গলুই সঙ্গে অনেকটা প্রতিদ্বন্দ্বিতা করে এগোচ্ছে ছবিটি। তবে ব্যবসায়িক হিসেবে কতটা সাফল্য পাবে সেটিই এখন দেখার বিষয়। ঈদে মুক্তির চতুর্থ ছবি হিসেবে মুক্তি পাবে জুয়েল ফারসির 'বড্ড ভালোবাসি'। ছবিতে অভিনয় করেছেন অমিতাভ ভট্টাচার্য্য ও নিপা রোজ। এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে নিপা রোজের। ঈদের ঠিক আগমুহূর্তে মুক্তির ঘোষণা দিয়ে ঈদে হাজির হচ্ছে 'বড্ড ভালোবাসি'। ছবিটি নিয়ে নায়িকার ভাষ্য, নব্বই দশকের ধাঁচে ছবিটি বানানো হয়েছে। নব্বই দশকে যেসব দর্শক ছবি দেখতে পছন্দ করতেন, আমার বিশ্বাস তারা হলে গিয়ে আমার এই ছবিটা দেখবেন।
মন্তব্য করুন