আর সবার মতো জনপ্রিয় তারকারও আছে ব্যক্তিগত জীবন। যার অনেক কিছুই থাকে পাঠকের অজানা। তারকার অজানা কথাগুলো নিয়ে হাঁড়ির খবর ...। আজ হাঁড়ির খবর বললেন সাবিলা নূর

শুনেছি, অভিনয় আপনার প্রাণ। সেই অভিনয়কে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয়, কী করবেন?
অভিনয় নিষিদ্ধ হয়ে গেলে শিক্ষকতার কথা ভাবব। সবাইকে এমন শিক্ষা দেব, যাতে করে তারা অভিনয়ের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আন্দোলনে নামে।
দেশের কোথাও গিয়ে দেখলেন কেউ আপনাকে চিনতে পারছে না ...
একি এখানে দেশি কোনো ভাইবোন নেই নাকি! কেউই আমাকে চিনতে পারছে না! বিস্মিত মনে এ কথাই হয়তো মনে হবে। সেই সঙ্গে একটু কষ্টও হবে। তবে আমি নিশ্চিত, কষ্ট ভুলতে সময় লাগবে না। কারণ আমাকে কেউ না চিনলে মনের আনন্দে যেখানে-সেখানে ঘুরতে পারব।

আপনাকে বোকা বানানো মন্ত্রটা বলবেন?
আমি খুব নরম স্বভাবের, একটু আত্মকেন্দ্রিক, মিষ্টি মধুর কথায় সহজেই ভোলানো যায়। এই যা, কী বলে ফেললাম, আমি তো আসলেই বোকা!

রাতে একা একা গাড়ি চালাচ্ছেন। নির্জন জায়গায় গিয়ে টায়ার পাংচার হয়ে গেল। আপনি টায়ার পরিবর্তন করতে জানেন না। কী করবেন তখন?
কাছের মানুষদের ফোন দিয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করব। আমি নিশ্চিত ফোনে এটা শুনে যেভাবেই হোক, কেউ না কেউ আমাকে খুঁজে বের করবে। বড় কোনো বিপদে পড়েছি ভেবেই ছুটে আসবে। তারপর না হয় দেখব বিষয়টা তত ভয়ংকর নয়।

ভূত দেখলে কী করবেন?
একটা ভৌতিক গল্পের নাটকে ভূত না দেখেই যে ভয় পেয়েছিলাম, তাতে আমার ধারণা হয়েছে, বাস্তবে ভূত দেখলে সত্যি জ্ঞান হারাব।

আপনার একটি গোপন কথা বলুন, যা কেউ জানে না।
গোপন কথা এমনভাবে গোপন করে রেখেছি, যা কেউ জানে না।

প্রথম দর্শনে প্রেম?
আয়না, যার সামনে দাঁড়িয়ে নিজেকে নানারূপে দেখি, নানারূপে নিজেকে আবিস্কার করি।

জন্মদিনে কাকে দাওয়াত দেবেন না?
নাম বললে চাকরি থাকবে না।

শেষ কবে কার কাছে কানমলা খেয়েছেন?
এই তো কয়েক দিন আগেই মায়ের কাছে কানমলা খেয়েছি। মা আমার শ্রেষ্ঠ বন্ধু। অথচ তার সঙ্গেই আমার সবচেয়ে বেশি খিটিরমিটির বাকবিতণ্ডা লেগেই থাকে।

কোন পরিস্থিতিতে পড়লে কাউকে চড় মারতে ইচ্ছা হয়?
চড় কাউকেই মারতে চাই না। তবে কেউ আমার দুর্বলতার সুযোগ নিতে চাইলে ভীষণ রেগে যাই।

নিজ হাতের রান্না কাকে খাওয়াতে চান?
নিজেকেই খাওয়াতে চাই। কারণ আমি তো রান্নাই জানি না। ভাত রাঁধতে পায়েস হয়ে গেছে কিনা- সেটা যাচাই করার জন্যই নিজের রান্না নিজে খেতে চাই।

যে শব্দগুলো দিনে বেশি ব্যবহার করেন?
একি! যাহ, হায়রে, হুম, তাই।

শ্রেষ্ঠ উপহার...
অভিনয়ের সুবাদে যত মানুষের ভালোবাসা পেয়েছি এবং কাছের মানুষদের কাছে যা কিছু পেয়েছি সবই আমার শ্রেষ্ঠ উপহার।

দুঃখের দিনগুলো ...
ভেজা চোখ, মুখ কালো করে রাখা।

ছুটিতে কোথায় বেড়াতে যেতে চান চিড়িয়াখানা নাকি শিশু পার্ক?
চিড়িয়াখানা এমদমই না, শিশু পার্কেই যেতে চাই। রাইডে ওঠে গলা ছেড়ে চিৎকারের যে আনন্দ, বড় থেকে মুহূর্তে শিশু হয়ে যাওয়া- এসব শিশু পার্ক ছাড়াও আর কোথাও সম্ভব নয়।