শূন্যতার চোখে ঘুম নেই ঘুরছে প্রহরীর মতো
পাঁজরে প্রজাপতি খুন হয়ে পড়ে আছে।
মন থেকে মস্তিস্ক পর্যন্ত পতনের রানওয়ে
শোক ও শাপ নরকের পাসপোর্ট হাতে নিয়ে
নেমে আসে আমার উদ্দেশ্যে
অথচ আমি কোথাও যেতে পারি না
পৃথিবী শিকল দিয়ে বেঁধে রেখেছে আমার পা।
পাঁজরে প্রজাপতি খুন হয়ে পড়ে আছে।
মন থেকে মস্তিস্ক পর্যন্ত পতনের রানওয়ে
শোক ও শাপ নরকের পাসপোর্ট হাতে নিয়ে
নেমে আসে আমার উদ্দেশ্যে
অথচ আমি কোথাও যেতে পারি না
পৃথিবী শিকল দিয়ে বেঁধে রেখেছে আমার পা।
মন্তব্য করুন