কত কী আনন্দ ছড়িয়ে থাকে পথতল্লাটে
হাত বাড়িয়ে কেবল নিজের করে নিতে হয়;
গ্রহণসূত্রে ছোটো ছোটো আনন্দও
ডানা মেলে দূর আকাশে ...
আকাশও কেমন সহজেই জেনে যায়
এই পথপ্রেম কি দূরবিস্তারী!

কার সাধ্য
পথ থেকে পৃথক করে পথিকের পা?
ভূলুণ্ঠিত মানুষও সজ্ঞানে উঠে দাঁড়ায়
পুষ্পিত গোলাপ বাগানে কাঁটা যদি
দূরভেদ্য সীমানাপ্রাচীর হয়
তবে সুরভি তো দুরস্ত প্রহেলিকা!

তবুও কুসুমিত গোলাপের কাছে মানুষ
প্রায়শ জমা রাখে হৃদয়নৈবেদ্য
কায়মনে নিবেদন করে জ্যোৎস্নাফোটা প্রেম
যে প্রেম গলিত লাভার মতো নিম্নগামী
হৃদয়মন স্পর্শ করে ছড়িয়ে পড়ে
দেহপ্রান্তরে ...

বিষয় : পদাবলি

মন্তব্য করুন