তোমাকে দেখিয়ে দেই ভেতরের দগ্ধ আকাল
বৃষ্টির খোল-করতাল ধুয়ে মুছে নিয়ে যায় সব
অপ্রেম পড়ে থাকুক চিলেকোঠার ভাঁজে

বরষার কদম ঘ্রাণে ভিজে ওঠে চিকুরের ঢেউ-
মাঠময় খেলায় মেতেছে আজ স্বপ্নবান
তরুণ গাছেরা
নিষ্পাপ বর্ষণের কাছে তারা জেনো
ঋণী হয়ে আছে!
মেঘের কোমল-আঙুল কেন এস্রাজে বিরহ বাজায়?
কেতকী ফুল সিক্ত-ঘাটের পাশে একা, আজ
অলিন্দে নিলয়ে দোলে বর্ষাস্নাত রবীন্দ্রনাথ:
এমন দিনে তারে বলা যায় ...

বিষয় : পদাবলি

মন্তব্য করুন