পুরোনো বইয়ের ছেঁড়া পাতাগুলো একত্র করে
যখন জোড়া লাগাচ্ছিলাম
তখন মনে হচ্ছিল অস্তিত্বের ক্ষয়ে যাওয়া অংশ
খুঁজে পেতে চেষ্টা করছি।
বইয়ের পাতায় নাক ডুবিয়ে
যখন শ্বাস নিচ্ছিলাম
তখন মনে হলো লুপ্ত অতীতকে
গভীর অতল থেকে তুলে আনছি।
কোমলভাবে বইয়ের পাতায় হাত বুলাতে বুলাতে
মনে হচ্ছিল আমার ভালোবাসাকে স্পর্শ করছি,
খুঁজে পাওয়া বইটি উঁচুতে তুলে ধরলাম,
আলোয় ভরে গেল অন্ধকার কোণ।

বিষয় : পদাবলি

মন্তব্য করুন