অগ্রিম টিকিট কিনে
টোকিও স্টেশনে বসে আছি।
যেন রংবেরঙের ট্রেনের
মেলা বসেছে এখানে;
পোষমানা অজগরের ভঙ্গিতে
তারা এঁকেবেঁকে এসে জড়ো হচ্ছে
আর, কিলবিল করে ছড়িয়ে পড়ছে
নিক্কনে-ক্যাননে তোলা
রঙিন ছবির মতো জাপানের
মনোরম দ্বীপ থেকে দ্বীপান্তরে।
আমি হিরোশিমা যাব। আমাদের রংওঠা
প্রভাতী সুরমা বা তিস্তার মতো
কোনো ঝাঁকুনি না-দিয়ে, আমাকে অবাক করে
ঘড়ির কাঁটায় ঠিক সকাল ন'টায়
স্টেশন ছাড়ল শিনকানসেন।
অন্তরাল থেকে কোনো এক রূপসী সুরেলা কণ্ঠে
জানাতে লাগল একটার পর একটা স্টপেজ;
নাগোয়া ওসাকা কিয়োটো কুবে নজুমি ইত্যাদি ...
একটি শিশুর মিষ্টি চিৎকার ছাড়া কোনো হইচই নেই;
ট্রলিতে আপেল নাশপাতি কলা কেক,
কুংফু-সুমোর ছবিঅলা রংচঙে ম্যাগাজিন
আর ঝকঝকে জাপানি অক্ষর আঁকা
বাহারি পসরা নিয়ে
বারবিডলের মতো শুভ্র তরুণীরা
বারবার মাথা নিচু করে।
শিনকানসেন এক প্রেমের কানন;
আলোছায়াময় কোমল নীরবতায়
দোলনচাঁপার মতো জোড়ায় জোড়ায়
প্রেমিক যুগল কবজিতে আদর করে;
ঘনচুলে আঙুল বুলায়, চুমু খায়;
গোপনে চোখের জল ফেলে;
কেউবা অচেনা বেদনায়
রাতের তারার মতো খসে পড়ে।
শিনকানসেন খুব দ্রুত ছোটে;
তবু, পদ্মাবোট আর জাপান-যাত্রীর
তোসামারু জাহাজের মতোই
তেমন নড়াচড়া নেই তার;
ভেতরে সে শান্ত, স্থির।
এমন সুন্দর স্নিগ্ধ যাত্রাপথে
রবীন্দ্রনাথকে না দেখে
এক নগণ্য কবিকে সে লিখতে দিল
এই নতুন কবিতার মহার্ঘ খসড়া।
জয়তু কবিতা ধন্য কবি
জয় শিনকানসেন।
টোকিও স্টেশনে বসে আছি।
যেন রংবেরঙের ট্রেনের
মেলা বসেছে এখানে;
পোষমানা অজগরের ভঙ্গিতে
তারা এঁকেবেঁকে এসে জড়ো হচ্ছে
আর, কিলবিল করে ছড়িয়ে পড়ছে
নিক্কনে-ক্যাননে তোলা
রঙিন ছবির মতো জাপানের
মনোরম দ্বীপ থেকে দ্বীপান্তরে।
আমি হিরোশিমা যাব। আমাদের রংওঠা
প্রভাতী সুরমা বা তিস্তার মতো
কোনো ঝাঁকুনি না-দিয়ে, আমাকে অবাক করে
ঘড়ির কাঁটায় ঠিক সকাল ন'টায়
স্টেশন ছাড়ল শিনকানসেন।
অন্তরাল থেকে কোনো এক রূপসী সুরেলা কণ্ঠে
জানাতে লাগল একটার পর একটা স্টপেজ;
নাগোয়া ওসাকা কিয়োটো কুবে নজুমি ইত্যাদি ...
একটি শিশুর মিষ্টি চিৎকার ছাড়া কোনো হইচই নেই;
ট্রলিতে আপেল নাশপাতি কলা কেক,
কুংফু-সুমোর ছবিঅলা রংচঙে ম্যাগাজিন
আর ঝকঝকে জাপানি অক্ষর আঁকা
বাহারি পসরা নিয়ে
বারবিডলের মতো শুভ্র তরুণীরা
বারবার মাথা নিচু করে।
শিনকানসেন এক প্রেমের কানন;
আলোছায়াময় কোমল নীরবতায়
দোলনচাঁপার মতো জোড়ায় জোড়ায়
প্রেমিক যুগল কবজিতে আদর করে;
ঘনচুলে আঙুল বুলায়, চুমু খায়;
গোপনে চোখের জল ফেলে;
কেউবা অচেনা বেদনায়
রাতের তারার মতো খসে পড়ে।
শিনকানসেন খুব দ্রুত ছোটে;
তবু, পদ্মাবোট আর জাপান-যাত্রীর
তোসামারু জাহাজের মতোই
তেমন নড়াচড়া নেই তার;
ভেতরে সে শান্ত, স্থির।
এমন সুন্দর স্নিগ্ধ যাত্রাপথে
রবীন্দ্রনাথকে না দেখে
এক নগণ্য কবিকে সে লিখতে দিল
এই নতুন কবিতার মহার্ঘ খসড়া।
জয়তু কবিতা ধন্য কবি
জয় শিনকানসেন।
মন্তব্য করুন