জাকিয়া বারী মম বলতে মুখে এক চিলতে মিষ্টি হাসির অবয়ব ভেসে ওঠে চোখের সামনে। এখনও তেমনই আছেন এই নন্দিত অভিনেত্রী। বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তিনি যেন আরও তরুণ হয়ে উঠেছেন। কেবল রূপলাবণ্যে নয়, অসংখ্য দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি নিজ অভিনয়গুণে। মডেল হিসেবেও তার কাজের প্রশংসা শোনা যায় অনেকের মুখে। গড়পড়তা গল্প-চরিত্রের চেয়ে অভিনয়ের পরিসর আছে এমনই গল্প খোঁজেন তিনি। নাটক, সিনেমায় অভিনয়ের পাশাপাশি ওয়েব মাধ্যমেও ভালোবাসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। তাই তো তাঁর কাছে প্রথমেই জানতে চাওয়া হয়েছিল, অভিনয়ে নিজেকে ভেঙে প্রতিবার নতুন করে তুলে ধরার মন্ত্রটা কী- হেসেই উত্তর দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ অভিনেত্রী।

বললেন, 'মন্ত্র দিয়ে অভিনয় হয় না। কাজের প্রতি ভালোবাসা আর প্রতিনিয়ত নতুন করে নিজেকে উপস্থাপনের চেষ্টায় ভালো কিছু হয়। যে কাজ করছি, তার প্রতি ভালোবাসা এবং গল্প ও চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টাই জরুরি। এটা দর্শকের কাছে বিশ্বাসযোগ্য না হয়ে উঠলে সেই কাজ গ্রহণযোগ্য হয়ে ওঠে না। প্রতিনিয়তই চরিত্রের সঙ্গে মিশে গিয়ে ক্যামেরার সামনে অন্য মানুষ হয়ে ওঠার চেষ্টা করেছি। যখন থেকে মিডিয়ায় কাজ করে যাচ্ছি, এ কথাই শতভাগ মেনে চলার চেষ্টা করে গেছি।' মমর এ কথায় স্পষ্ট, ভালো কাজের জন্য নিবেদিত না হলে ভালো কিছু আশা করাও বৃথা। শুধু অভিনয়, মডেলিং, উপস্থাপনায় নয়, ব্যক্তিজীবনেও এই বিশ্বাস ধরে রেখেছেন মম। মনের শক্তিতে জ্বলে উঠতে পারেন বলে এই অভিনেত্রীকে আরও ভিন্ন ভিন্ন রূপে পর্দায় দেখার সুযোগ পান দর্শক।

গত ঈদে মম তিনটি নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে হানিফ সংকেতের পরিচালনায় 'ধন্য জনের অন্য মন' ও আবুল হায়াতের পরিচালনায় 'একজন সুস্থ মানুষের শেষ চিঠি' নাটক দুটিতে বেশি দর্শক প্রশংসা পেয়েছেন মম। কিছুদিন আগে খিজির হায়াত খানের পরিচালনায় 'ওরা সাতজন' ও অনন্য মামুনের 'রেডিও' ছবিতে অভিনয় করেছেন তিনি। মম বলেন, "ভিন্নধর্মী দুটি ছবিতে কাজের অভিজ্ঞতা ছিল অসাধারণ। মুক্তিযুদ্ধের সময় অবদান রাখা মেয়ের এক চরিত্রে আমাকে দেখা যাবে 'ওরা সাতজন' ছবিতে। এতে আমার অভিনীত অপর্ণা সেন চরিত্রটি চ্যালেঞ্জিং। এর আগে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো গল্পে আমার কাজ করা হয়নি, এটাই প্রথম কাজ। মূলধারার চলচ্চিত্রে এ রকম গল্প এবং আমার যে চরিত্র; সেটা আমার বেশ পছন্দ হয়েছে। এ ধরনের ছবিতে যুক্ত হতে পেরে বেশ ভালো লেগেছে। আর 'রেডিও' ছবির দৃশ্যধারণ হয়েছে মানিকগঞ্জের নদী-তীরবর্তী একটি এলাকায়। ১৯৭১ সালের ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনাকে কেন্দ্র করে একটি গ্রামের কিছু মানুষের ঘটনা নিয়ে এই ছবির গল্প। দুর্গম গ্রামে আমরা অনেক কষ্ট করে এর শুটিং করেছি। এই ছবির মাধ্যমে রিয়াজ ভাইয়ের সঙ্গে এক যুগেরও বেশি সময় পর আবারও জুটি বেঁধেছি।"

মুক্তির অপেক্ষায় আছে মম অভিনীত 'আগামীকাল' ছবিটি। অঞ্জন আইচ পরিচালিত এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন ইমন। অভিনয় ক্যারিয়ারের দেড় দশক পার করেছেন তিনি। সফলতার সঙ্গে দীর্ঘ পথ পাড়ি দেওয়া কীভাবে সম্ভব হলো? 'দেখতে দেখতে অভিনয় ক্যারিয়ারে এত বছর চলে গেল টেরই পেলাম না। সময়ের সঙ্গে প্রেক্ষাপট বদলায়। যশ-খ্যাতি সবসময় একই রকম থাকবে- এ ধারণা ভুল। নিজেকেও তাই সময়ের সঙ্গে মানিয়ে নিতে হয়। সৎ থাকতে হয় কাজের প্রতি। তাহলেই দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব।

লাক্স তারকার মুকুট পরার পর এতটা পথ পাড়ি দিতে পেরেছি এই বিশ্বাস থেকে। আগামী দিনগুলোয় এই বিশ্বাস নিয়েই কাজ করে যাব।' একটানা কাজের পর অবসর পেলেই মম চলে যান প্রকৃতির সান্নিধ্যে। তাই তো ঈদ-পরবর্তী সময় তিনি কাটিয়েছেন সমুদ্রসৈকতে। সেখানে তাকে দেখা গেল বেশ একান্ত সময় পার করতে। নিজের ফেসবুকে আনন্দময় সময়ের ছবিগুলো শেয়ার করে লিখেছেন, 'সমুদ্রস্নান'। মম বলেন, 'প্রকৃতির সান্নিধ্য আমার ভালো লাগে। যে জন্য সময়-সুযোগ হলেই ছুটে বেড়াই দেশের নানা প্রান্তে। ঘোরাঘুরিতে ব্যস্ত থাকায় কোরবানির ঈদের কাজ এখনও শুরু করতে পারিনি। কক্সবাজার, বান্দরবানসহ আরও কিছু স্থানে আনন্দময় সময় পার করেছি। আরও কিছু দিন ঘুরেই সময় কাটাব বলে ভাবছি। তারপর কাজে ফিরব।'