মাঠেঘাটে, নদী আর খাল-বিলে বিশুদ্ধ আনন্দের জলখেলা শৈশবের অনিন্দ্য এক রূপ। কত রঙে রসে ভরে থাকে শিশুবয়সের দিনগুলো। ঋতু আর প্রকৃতির পালা বদলে বিচিত্র উদ্দামতায় ঘেরা সুখময় সেই দিনের কথা পরিণত জীবনের অচ্ছেদ্য সম্পদ। খেলার সাথী, সহপাঠী আর ডানপিটে বন্ধুদের সঙ্গে আরও কত জানা-অজানা চরিত্র নিয়ে জেগে থাকে হাসিখেলার দিন।
দিন বদলে যায়, পরিবর্তন হয় বাস্তবতা- পরিপ্ট্বার্শ; ছেলেবেলার জলখেলা নানা অবয়বে বারবার সামনে আসে...
সূচিপত্র
প্রচ্ছদ
জলখেলা, আমার শৈশবে এবং অতঃপর
আবিদ আনোয়ার -৪-৭
জলে কল্লোলে বয়ে যায় ছেলেবেলা
ময়ুখ চৌধুরী -৮-৯
জলের স্থাপত্যে ওড়ে সেইসব জলছবি দিন
জুনান নাশিত -১০-১২
দূরের সাহিত্য -১৩
পদাবলি -১৪-১৫
মাসুদুজ্জামান।। হেনরী স্বপন
কাজলেন্দু দে।। আলফ্রেড খোকন
স্বরলিপি।। সুজালো যশ
গল্প
আক্কাস মরে নাই
মইনুল ইসলাম -১৬-১৯
হাসির আওয়াজ পাওয়া যায়
পৃথ্বীশ চক্রবর্তী -২০-২২
আপন দর্পণ -২৩
বইয়ের ভুবন -২৪-২৫
প্রদর্শনী
সাত শিল্পীর মনোমন্থন
সুমন ওয়াহিদ -২৬-২৮
প্রান্তিক
ম্রো জন্ম, মৃত্যু ও বিবাহ
সিংইয়ংম্রো -২৯-৩০
কুইজ -৩১

বিষয় : শৈশবের জলখেলা

মন্তব্য করুন