নদীর পারেই থাকি, হাঁটি সকাল বিকেল তবু
শুনি না ঢেউয়ে নূপুর নিক্কণ, নদী বুকে চর
বেদনার বালুচরে শঙ্খচিল উড়ে উড়ে কাঁদে
আলতা রাঙানো পায়ে লাগে না নদীর স্পর্শ জল
তবু নদী সয়ে যায় আপন নিয়মে কান্না তার
শুকায় আবার পারের বালিতে তা মিশেও যায়
কেউ দেখে না কেউ বোঝে না কাঁদে ঢেউ কাঁদে স্রোত
স্মৃতির দিঘিতে পানসি, সোনার বৈঠা যায় বেয়ে।
সোনাবিবি আলতা রাঙানো পায়ে ঢেউ দিয়ে যায়
কাঠের কাকই বিলিকাটে, সোনার উঁকুন শুধু
বিকেলবাবুকে খোঁজে পায় যদি মেঘময় দিনে
মসলিন দিন আসবে কি ফিরে আর বাংলায়
মহারাজ জয়ধ্বজ আসে ফিরে ইতিহাস বুকে
বর্ণিল বৃষ্টিতে মাঠে মাঠে ফলে সোনার ফসল।
শুনি না ঢেউয়ে নূপুর নিক্কণ, নদী বুকে চর
বেদনার বালুচরে শঙ্খচিল উড়ে উড়ে কাঁদে
আলতা রাঙানো পায়ে লাগে না নদীর স্পর্শ জল
তবু নদী সয়ে যায় আপন নিয়মে কান্না তার
শুকায় আবার পারের বালিতে তা মিশেও যায়
কেউ দেখে না কেউ বোঝে না কাঁদে ঢেউ কাঁদে স্রোত
স্মৃতির দিঘিতে পানসি, সোনার বৈঠা যায় বেয়ে।
সোনাবিবি আলতা রাঙানো পায়ে ঢেউ দিয়ে যায়
কাঠের কাকই বিলিকাটে, সোনার উঁকুন শুধু
বিকেলবাবুকে খোঁজে পায় যদি মেঘময় দিনে
মসলিন দিন আসবে কি ফিরে আর বাংলায়
মহারাজ জয়ধ্বজ আসে ফিরে ইতিহাস বুকে
বর্ণিল বৃষ্টিতে মাঠে মাঠে ফলে সোনার ফসল।
মন্তব্য করুন