- ফিচার
- পটুয়াখালীতে সভা
পটুয়াখালীতে সভা

সভা শেষে ফটোসেশনে পটুয়াখালী সুহৃদদের একাংশ
পটুয়াখালীতে জেলা সুহৃদ সমাবেশের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন বিকেলে স্থানীয় লতিফ মিউনিসিপ্যাল স্যামিনারি মিলনায়তনে সুহৃদ পলাশ হাওলাদারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সুহৃদ সমাবেশের জেলা সমন্বয়ক মুফতী সালাহউদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা সুহৃদ উপদেষ্টা গাজী হানিফ, সৈয়দ আব্দুল ওয়াদুদ, সৈয়দ তাজুল ইসলাম, সুহৃদ সোনিয়া কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাব্বি, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মাসুম, ক্রীড়াবিষয়ক সম্পাদক সোলায়েমান মাহমুদ, দপ্তর সম্পাদক কাজী রফিকুল ইসলাম রাহাত, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. আল-ইমরান, নারীবিষয়ক সম্পাদক হাওয়া ইসলাম বৃষ্টি, কার্যকরী সদস্য সাইয়ারা অফিয়া ঝুমুর, শাহীন আলম, মেহেরজাবিন মুন্নী, হাওলাদার অনু, মোসা. লামিয়া আক্তার প্রমুখ। সভায় দ্বিবার্ষিক সুহৃদ উৎসব, চলতি মাসে বিশেষ সাধারণ সভা ও সমুদ্র সৈকত কুয়াকাটায় আনন্দ ভ্রমণের তারিখ নির্ধারণ এবং নিষ্ফ্ক্রিয় সদস্যদের নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্যে মুফতী সালাহউদ্দিন বলেন, সমকাল সামাজিক দায়বদ্ধতা থেকেই সামাজিক অঙ্গীকার পূরণের লক্ষ্যে সমকাল সংবাদ পরিবেশনের পাশাপাশি কাজ করছে মানবতার কল্যাণে, দেশের কল্যাণে।
নারীবিষয়ক সম্পাদক, সুহৃদ সমাবেশ, পটুয়াখালী
নারীবিষয়ক সম্পাদক, সুহৃদ সমাবেশ, পটুয়াখালী
মন্তব্য করুন