প্রস্তাবিত বাজেটে আমরা বেসিস থেকে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলাম। তথ্যপ্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ২০৩০ সাল পর্যন্ত কর অব্যাহতি চেয়েছিলাম। স্থানীয় সফটওয়্যার ও প্রযুক্তি নির্ভর সেবার ওপর থেকে ব্যবসায় পর্যায়ে আরোপিত ৫ শতাংশ উৎস মূল্য সংযোজন কর (এআইটি) প্রত্যাহারের অনুরোধ করেছিলাম। সাইবার সিকিউরিটি পণ্যেও ওপর আরোপিত উচ্চ কর প্রত্যাহারের সুপারিশ করেছিলাম। কারিগরি সহযোগী প্রকল্প গ্রহণের জন্য ৫০০ কোটি টাকার তহবিল গঠনের সুপারিশও ছিল আমাদের। কিন্তু প্রস্তাবিত বাজেটে আমাদের দাবিগুলোর কোনো প্রতিফলন দেখা যায়নি। ইন্টারনেট, ল্যাপটপ ও কম্পিউটারের ওপর কর ও ভ্যাট আরোপ করা হয়েছে। এটি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের গতিকে মন্থর করে দিতে পারে।