'মেইড ইন বাংলাদেশ' বিনির্মাণে প্রস্তাবিত বাজেটে দেশে তৈরি প্রযুক্তি পণ্যে ভ্যাট-ট্যাক্সে ছাড় অব্যাহত রাখা হয়েছে। দেশে কম্পিউটার-ল্যাপটপসহ আনুষঙ্গিক ডিভাইস তৈরিতে ব্যবহূত উপকরণ আমদানিতে রেয়াতি সুবিধা সম্প্রসারণ করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ এর সুফল পাবে। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তবে অন্তত দুঃখের বিষয়, প্রস্তাবিত বাজেটে আমদানীকৃত ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, প্রিন্টার ও টোনারের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।

নতুন মূসক আরোপের ফলে ল্যাপটপ কম্পিউটার আমদানির ক্ষেত্রে প্রযোজ্য মোট করভার দাঁড়াবে ৩১ শতাংশের বেশি। ডলারের মূল্যবৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে চিপ সংকটসহ করোনার কারণে ল্যাপটপ কম্পিউটারের দাম এমনিতেই ১০ থেকে ১৫ শতাংশ বেড়েছে। নতুন করে ভ্যাট আরোপ করায় কম্পিউটার ডিভাইস সাধারণের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। এটি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক।