দেশে পণ্য তৈরিতে সরকারের উদ্যোগকে সাধুবাদ জানাতে হবে। বাজেটে স্টার্টআপ উদ্যোক্তাদের টার্নওভার করহার শূন্য দশমিক ৬ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ১ শতাংশ করা হয়েছে। পাশাপাশি আয়কর রিটার্ন দাখিল বাদে বাকি সব রিপোর্টিং থেকে অব্যাহতির প্রস্তাবও দেওয়া হয়েছে। বাজেটে স্টার্টআপ কোম্পানির লোকসান ৯ বছর পর্যন্ত সমন্বয়েরও প্রস্তাব রয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতার মাধ্যমে ব্যবসা প্রসারের জন্য স্টার্টআপ উদ্যোক্তাদের ক্ষেত্রে ব্যয়-সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহারেরও প্রস্তাব করা হয়েছে। স্টার্টআপ ইকোসিস্টেম তৈরিতে সরকারের এ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। আমরা মনে করি, এর সরাসরি সুফল পাবে ই-কমার্স খাত। তবে কোওয়ার্কিং স্পেসে ৫ শতাংশ ভ্যাট ছোট স্টার্টআপ প্রতিষ্ঠানের জন্য বাড়তি চাপ তৈরি করতে পারে। এটি প্রত্যাহারের অনুরোধ জানাই। নূ্যনতম কর বাতিলের পাশাপাশি উৎসে আয়কর না কেটে ই-কমার্স প্রতিষ্ঠানের জন্য ১০ বছরের কর অবকাশ সুবিধা দিলে এ খাতে কয়েক বিলিয়ন ডলারের বাজার তৈরি হবে।