চলতি সপ্তাহেই উন্মোচিত হচ্ছে বহুল আলোচিত সৌরশক্তিচালিত কার। লাইটইয়ার এ নামে এই গাড়ি তৈরি করেছে স্টার্টআপ কোম্পানি লাইটইয়ার। কোম্পানিটি ২০১৯ সালে প্রথমবারের মতো সৌরবিদ্যুৎ চালিত গাড়ির পরীক্ষামূলক সংস্করণ প্রদর্শন করে।
এই গাড়ির বিশেষত্ব হচ্ছে, এটি অর্থ খরচ করে চার্জ করা কিংবা তেল ভরা লাগবে না। সেডানের ডিজাইনসদৃশ গাড়িটি কিনতে ট্যাক্স-ভ্যাট ছাড়াই খরচ করতে হবে ২ লাখ ৬৩ হাজার ডলার।
মন্তব্য করুন