
'স্বপ্ন ছিল, ভালো কিছু করার। তাই সব সময় লেগে থাকতাম পড়াশোনার সঙ্গে। বিশেষ করে বিসিএস পরীক্ষার আগে মনস্থির করেছিলাম, যেভাবেই হোক আমাকে উত্তীর্ণ হতেই হবে।' এভাবে নিজের সাফল্যের কথা বলছিলেন রাহাত হাসান। তিনি ৪০তম বিসিএসে শুল্ক্ক ও আবগারি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। রাহাত নওগাঁর গয়েশপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, বদলগাছী সরকারি কলেজ থেকে এইচএসসি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ থেকে স্নাতক সম্পন্ন করেন। প্রত্যেকেরই জীবনের বিশেষ কিছুদিন রয়েছে, যা মনে পড়লে আনন্দে বুকটা ভরে ওঠে।
তেমনি একটি দিন রাহাতের জীবনে ৩০ মার্চ। এই দিনে ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণ হয় তাঁর। ৪০তম বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন প্রায় চার লাখ। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাঁদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। অবশেষে গত ৩০ মার্চ ১ হাজার ৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে সুপারিশ করা হয়, যাঁরা বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের মনে রাখতে হবে, এটি একটি কঠিন পরীক্ষা।
বিসিএসের সিলেবাস অনুযায়ী বোর্ড বইয়ের বিভিন্ন বিষয় আয়ত্ত করার চেষ্টা করতে হবে। প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রথমেই বিগত বিসিএসের প্রশ্ন ব্যাখ্যাসহ অনুশীলন করা। সেই সঙ্গে বাজারের একটি বিসিএস সিরিজের গাইড বই ভালোভাবে অনুসরণ করা। প্রিলিমিনারি পরীক্ষায় ভালো করতে অনুশীলনের কোনো বিকল্প নেই। প্রস্তুতি যদি পরিকল্পিতভাবে ঠিকঠাক করা যায়, তাহলে হাজারো প্রতিদ্বন্দ্বীর মধ্যেও নিজেকে এগিয়ে রাখা সম্ভব।
প্রথমে বিগত সালের প্রিলির সিলেবাস এবং প্রশ্নগুলো ভালোভাবে দেখুন। এ পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হয়, সে বিষয়ে ধারণা পেয়ে যাবেন। চতুর্থ থেকে দশম শ্রেণির অঙ্কগুলো অনুশীলন করুন এবং এসব ক্লাসের ভূগোল ও পরিবেশ, বাংলা ব্যাকরণ বইটি সঙ্গে রাখবেন। দৈনিক একটি জাতীয় পত্রিকা পড়ুন। যাঁদের পত্রিকা পড়ার অভ্যাস নেই বা পড়ার সুযোগ নেই, তাঁরা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স পড়ুন। পরীক্ষার আগমুহূর্তে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের জন্য একটি বই পড়তে পারেন।
বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা- এ তিনটি ধাপের প্রতিটিতে নিজের অবস্থান নিশ্চিত করতে প্রচুর অনুশীলন করতে হবে। মনে রাখতে হবে, পড়ার কোনো বিকল্প নেই। সততা, অধ্যবসায় ও নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে যে কোনো বাধা জয় করা সম্ভব।
মন্তব্য করুন