- ফিচার
- ক্যাম্পাসে বৃষ্টিবিলাস
ক্যাম্পাসে বৃষ্টিবিলাস

'আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে
জানি নে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না'
রবিঠাকুরের এই গানের মতো করে আনন্দ খুঁজে পাওয়া যায় বৃষ্টির প্রতি ফোঁটায় ফোঁটায়। আর সেটা যদি হয় ক্যাম্পাসে বৃষ্টি, তাহলে তো কথাই নেই। তেমন একটা বৃষ্টিস্নাত দিন পার করলাম ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সঙ্গে ছিল নিজ বিভাগের তরিক, তুহিন, আসিফ, রায়হান, মিসকা, ফিহা, ইতি ও নাজনীন। সবাই বলল, আজ আমরা বৃষ্টিতে ভিজব। যেই কথা, সেই কাজ! যদিও সবার ইচ্ছা ছিল না বৃষ্টিতে ভেজার। তারপরও শেষমেশ সবাই রাজি হলাম। ক্যাম্পাসের বৃষ্টির দিনগুলো সবারই প্রিয়। সবুজ ক্যাম্পাসে বৃষ্টির প্রতিটি ফোঁটা উপভোগ করার মতো। বৃষ্টিতে ভেজার মধ্যেও একটা প্রাকৃতিক আবহ ও ভালোবাসা বিদ্যমান। টিপটিপ বৃষ্টি আর ঠান্ডা শীতল হাওয়া যেন প্রকৃতিকে গ্রাস করেছে। আমরা সবাই ক্যাম্পাসের বৃষ্টিবিলাস করতে লাগলাম। এ এক অন্য রকম অনুভূতি। মনের অজান্তে তরিক চিৎকার করে বলল- কী মজা! মেয়েরা বৃষ্টির তালে তালে নাচতে লাগল। এটাই আমাদের সবার ক্যাম্পাসজীবনে প্রথম বৃষ্টিতে ভেজা। তাই আনন্দটা অন্য রকম। আমরা পুরো ক্যাম্পাস বৃষ্টিতে ভিজতে ভিজতে হাঁটলাম। আর আমাদের এই আনন্দ মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছিল রায়হান। সত্যিই এমন বৃষ্টিস্নাত দিন মাঝেমধ্যেই পেতে চায় মন।
মন্তব্য করুন