![জর্জ ল্যামিং [১৯২৭-২০২২]](https://samakal.com/uploads/2022/06/online/photos/Untitled-54-samakal-62b4a7407c546.jpg)
জর্জ ল্যামিং [১৯২৭-২০২২]
প্রখ্যাত বার্বাডিয়ান ঔপন্যাসিক, কবি, প্রাবন্ধিক এবং আলোচিত উপন্যাস 'ইন দ্য ক্যাসল অব মাই স্কিন'-এর লেখক জর্জ ল্যামিং ৯৪ বছর বয়সে মারা গেছেন। তিনি ৫ জুন (রোববার) বার্বাডোজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর চার দিন পরই ছিল তাঁর ৯৫তম জন্মদিন। তিনি ক্যারিবীয় কণ্ঠস্বর হিসেবে পরিচিত ছিলেন।
ল্যামিং ২৬ বছর বয়সে আলোচনার কেন্দ্রে আসেন, যখন ১৯৫৩ সালে তাঁর মাস্টারপিস, 'ইন দ্য ক্যাসল অব মাই স্কিন' প্রকাশিত হয়। এটি তাঁর প্রথম উপন্যাস, যা শুধু একটি সমারসেট মম পুরস্কারই জিতে নেয়নি; বরং জ্যঁ পল সার্ত্রে, রিচার্ড রাইটের মতো হেভিওয়েট সাহিত্যিকদেরও দৃষ্টি আকর্ষণ করেছিল। পরে বইটির যুক্তরাষ্ট্র সংস্করণের ভূমিকা লিখেছিলেন রাইট। এ সাহিত্যিক আইকনের অন্যান্য কাজের মধ্যে 'দ্য ইমিগ্রান্টস', 'অব এজ অ্যান্ড ইনোসেন্স', 'সিজন অব অ্যাডভেঞ্চার', 'ওয়াটার উইথ বেরিস', 'নেটিভস অব মাই পারসন' এবং 'দ্য প্লেজার অব এক্সাইল' বিশেষভাবে উল্লেখ্য। জর্জ ল্যামিং জীবনে অসংখ্য পুরস্কার জয় করেছেন। ল্যামিংকে ২০০৮ সালে ক্যারিবীয় অঞ্চলের সর্বোচ্চ পুরস্কার 'দ্য অর্ডার অব দ্য ক্যারিবিয়ান কমিউনিটি (ওসিসি)' দেওয়া হয়।
ল্যামিং ২৬ বছর বয়সে আলোচনার কেন্দ্রে আসেন, যখন ১৯৫৩ সালে তাঁর মাস্টারপিস, 'ইন দ্য ক্যাসল অব মাই স্কিন' প্রকাশিত হয়। এটি তাঁর প্রথম উপন্যাস, যা শুধু একটি সমারসেট মম পুরস্কারই জিতে নেয়নি; বরং জ্যঁ পল সার্ত্রে, রিচার্ড রাইটের মতো হেভিওয়েট সাহিত্যিকদেরও দৃষ্টি আকর্ষণ করেছিল। পরে বইটির যুক্তরাষ্ট্র সংস্করণের ভূমিকা লিখেছিলেন রাইট। এ সাহিত্যিক আইকনের অন্যান্য কাজের মধ্যে 'দ্য ইমিগ্রান্টস', 'অব এজ অ্যান্ড ইনোসেন্স', 'সিজন অব অ্যাডভেঞ্চার', 'ওয়াটার উইথ বেরিস', 'নেটিভস অব মাই পারসন' এবং 'দ্য প্লেজার অব এক্সাইল' বিশেষভাবে উল্লেখ্য। জর্জ ল্যামিং জীবনে অসংখ্য পুরস্কার জয় করেছেন। ল্যামিংকে ২০০৮ সালে ক্যারিবীয় অঞ্চলের সর্বোচ্চ পুরস্কার 'দ্য অর্ডার অব দ্য ক্যারিবিয়ান কমিউনিটি (ওসিসি)' দেওয়া হয়।
মন্তব্য করুন