- ফিচার
- কথাসাহিত্যে উইম্যান'স পুরস্কার জিতেছেন রুথ ওজেকি
দূরের সাহিত্য
কথাসাহিত্যে উইম্যান'স পুরস্কার জিতেছেন রুথ ওজেকি

দ্য বুক অব ফর্ম অ্যান্ড এম্পটিনেস (পেঙ্গুইন) উপন্যাসের জন্য ২০২২ সালের 'উইমেন' পুরস্কার পেয়েছেন রুথ ওজেকি। উপন্যাসটি ১৩ বছরের একটি ছেলেকে ঘিরে, যে বাবার করুণ মৃত্যুর পর থেকে বিভিন্ন বস্তুর কথা শুনতে পায়।
এ পুরস্কারটি এখন এর ২৭তম বছরে এসে পড়েছে। ঔপন্যাসিক, নাট্যকার এবং উইম্যান'স প্রাইজের প্রতিষ্ঠাতা পরিচালক কেট মোসেস গত ১৫ জুন সেন্ট্রাল লন্ডনের বেডফোর্ড স্কয়ার গার্ডেনে এ পুরস্কারের ঘোষণা দেন।
বিচারকদের মধ্যে একজন মেরি এন সেইগহার্ট। তিনি বলেন, নারীদের কথাসাহিত্যের জন্য এটি একটি অসাধারণ বছর এবং অবিশ্বাস্যভাবে শক্তিশালী শর্টলিস্ট থেকে আমরা রুথ ওজেকির দ্য বুক অব ফর্ম অ্যান্ড এম্পটিনেসকে বেছে নিয়ে শিহরিত হয়েছি। ঝরঝরে লেখা, উষ্ণতা, বুদ্ধিমত্তা, হাস্যরস এবং কৌতূহলকে সমানতালে দাঁড় করানো হয়েছে এ বইয়ে। পুরস্কার হিসেবে ওজেকি ৩০ হাজার পাউন্ড (সাড়ে ৩৬ হাজার ডলার) পেয়েছেন। আরও পেয়েছেন গ্রিজেল নিভেনের একটি সীমিত সংস্করণ ব্রোঞ্জের মূর্তি 'বেসি'।
এ পুরস্কারটি এখন এর ২৭তম বছরে এসে পড়েছে। ঔপন্যাসিক, নাট্যকার এবং উইম্যান'স প্রাইজের প্রতিষ্ঠাতা পরিচালক কেট মোসেস গত ১৫ জুন সেন্ট্রাল লন্ডনের বেডফোর্ড স্কয়ার গার্ডেনে এ পুরস্কারের ঘোষণা দেন।
বিচারকদের মধ্যে একজন মেরি এন সেইগহার্ট। তিনি বলেন, নারীদের কথাসাহিত্যের জন্য এটি একটি অসাধারণ বছর এবং অবিশ্বাস্যভাবে শক্তিশালী শর্টলিস্ট থেকে আমরা রুথ ওজেকির দ্য বুক অব ফর্ম অ্যান্ড এম্পটিনেসকে বেছে নিয়ে শিহরিত হয়েছি। ঝরঝরে লেখা, উষ্ণতা, বুদ্ধিমত্তা, হাস্যরস এবং কৌতূহলকে সমানতালে দাঁড় করানো হয়েছে এ বইয়ে। পুরস্কার হিসেবে ওজেকি ৩০ হাজার পাউন্ড (সাড়ে ৩৬ হাজার ডলার) পেয়েছেন। আরও পেয়েছেন গ্রিজেল নিভেনের একটি সীমিত সংস্করণ ব্রোঞ্জের মূর্তি 'বেসি'।
মন্তব্য করুন