একটি ভারী কদমের ডায়েরি পড়ে আছে মাথার ড্রয়ারে
অজানা আতঙ্কে সে রাস্তায় যায়নি মন
জলজ পাঁজরের দরজা ঠেলে যতদূর জানা গেল ...
দ্বিতীয় বর্ষার স্মৃতিগুলো আত্মহত্যা করেছে
তাই হলুদ খুনের খাম তার কপালে এঁকেছে বৃষ্টি।

বিষয় : বর্ষার পদাবলি

মন্তব্য করুন