মেঘেদের কেককাটা উৎসবে মেতে আছে আর্দ্র বাতাসের ছুরি। দড়ি ছেঁড়া বাছুরের মতো এই মেঘেদের মনেও আত্মসমালোচনার ভয় নেই। তোমার তুড়ি বাজানো শহরে কদম ফোটার আয়োজন এখন আরোপিত মনে হয়। বর্ষার ধারাবাহিকতাও অনেকটা আত্মকেন্দ্রিক নদীনির্ভর। বর্ধিত বৃষ্টির বিরহ তাই ভারী করে তুলেছে তোমার মুখ। অথচ হালকা হওয়ার অনেক গল্পই গড়িয়ে গেছে নিজেদের দিকে ...।
হ্যাশট্যাগ লাগিয়ে আর শিথিল করা যাচ্ছে না ভাঙনের বৈভব। চেপে যাওয়া অনেক ঢেউ অসন্তোষের অভিযোগ করে আছে। আঞ্চলিক আন্তরিকতায় বড় কোনো ঘটনা নেই বলে সম্পর্কের সমুদ্রগুলো ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। আর আমি নির্বিবাদ রোদের মতো বেল আইকন চালু রেখে অনুবাদ করে চলেছি তোমার ভিজা যাওয়া পৃষ্ঠাগুলো।

বিষয় : বর্ষার পদাবলি

মন্তব্য করুন