তুলাদণ্ডে ঝুলে থাকো আমাদের ভালোবাসার পরিমার্জিত সংস্করণ
তুলনার পরিণামে মুদ্রিত হয়ে ফিরে আসো স্পন্দিত আকাশ!
যান্ত্রিক অবকাঠামোতে জমা করে যাবতীয় নন্দন
ভুলে যাও নাগরিক লেন-দেন
টাওয়ারে-টাওয়ারে দোল খাওয়া
ভুলগুলো দূর থেকে ফুল মনে হয়।
আহা!
সোনালু জারুল বকুল মাতানো
টাপুর-টুপুর বৃষ্টির গান।
মহারাজা ও রানী, মায়াবতী অজস্র গল্পের সাপ...
লুটোপুটি জল, জুম-জুলুম, সাগর, সমতল...
পাহাড়-পাহাড়, বৌদ্ধ-বিহার...
এক যে ছিলো হরিণী ও অজগর!
পরিণামের কুয়াশাকেন্দ্রিক প্রেম
অস্ত গেলে গলদের রোষানলে
রুটি সেলাই যন্ত্রে বিদ্ধ হতে থাকা আমাদের হৃদয়
প্রতিবাদ বোঝে না!
তুলনার পরিণামে মুদ্রিত হয়ে ফিরে আসো স্পন্দিত আকাশ!
যান্ত্রিক অবকাঠামোতে জমা করে যাবতীয় নন্দন
ভুলে যাও নাগরিক লেন-দেন
টাওয়ারে-টাওয়ারে দোল খাওয়া
ভুলগুলো দূর থেকে ফুল মনে হয়।
আহা!
সোনালু জারুল বকুল মাতানো
টাপুর-টুপুর বৃষ্টির গান।
মহারাজা ও রানী, মায়াবতী অজস্র গল্পের সাপ...
লুটোপুটি জল, জুম-জুলুম, সাগর, সমতল...
পাহাড়-পাহাড়, বৌদ্ধ-বিহার...
এক যে ছিলো হরিণী ও অজগর!
পরিণামের কুয়াশাকেন্দ্রিক প্রেম
অস্ত গেলে গলদের রোষানলে
রুটি সেলাই যন্ত্রে বিদ্ধ হতে থাকা আমাদের হৃদয়
প্রতিবাদ বোঝে না!
বিষয় : বর্ষার পদাবলি
মন্তব্য করুন