মাঝি, আর কত খেলবা
একলা এই জলখেলা
প্রাচ্য-প্রতীচ্য কমলালেবু আসবাব তোমারি করতলে
মৃত্যু, কান্না, ক্ষুধার অভিযোগ মাড়িয়ে তোমার দিকে যায়
মেরুন রং চৌহদ্দি, বাতাস দাও আরও একবার
যেন ঘুমিয়ে পড়তে পারি শতাব্দীপুরান তৃষ্ণা নিয়ে।
যেন একটা আঙুলও না ওঠে
যেন পলক পড়ার শব্দ না হয়।
গতরে হাত দাও, গোনো পাঁজরের হাড়-
বড়শি সুতোয় আটকে থাকা গলা।
মাঝি, এখানে সুর নেই
সুরের অনুষঙ্গ নেই
বিবিধ প্রলাপে বাজে ট্রেনের হুইসেল।
আমাদের গন্তব্য নেই, তাড়া নেই
জরি মুখে জরি দিয়ে দেখি রংহীন আকাশ।
মাঝি, এবার বলো-
আর কত বিবর্তিত হলে মানুষকে মানুষ বলা যাবে।
একলা এই জলখেলা
প্রাচ্য-প্রতীচ্য কমলালেবু আসবাব তোমারি করতলে
মৃত্যু, কান্না, ক্ষুধার অভিযোগ মাড়িয়ে তোমার দিকে যায়
মেরুন রং চৌহদ্দি, বাতাস দাও আরও একবার
যেন ঘুমিয়ে পড়তে পারি শতাব্দীপুরান তৃষ্ণা নিয়ে।
যেন একটা আঙুলও না ওঠে
যেন পলক পড়ার শব্দ না হয়।
গতরে হাত দাও, গোনো পাঁজরের হাড়-
বড়শি সুতোয় আটকে থাকা গলা।
মাঝি, এখানে সুর নেই
সুরের অনুষঙ্গ নেই
বিবিধ প্রলাপে বাজে ট্রেনের হুইসেল।
আমাদের গন্তব্য নেই, তাড়া নেই
জরি মুখে জরি দিয়ে দেখি রংহীন আকাশ।
মাঝি, এবার বলো-
আর কত বিবর্তিত হলে মানুষকে মানুষ বলা যাবে।
বিষয় : বর্ষার পদাবলি
মন্তব্য করুন