ভাবি, কার কাছে ঋণ বেশি
বর্ষা না তোমার?
তোমার না বর্ষার?
গত জনম গিয়ে এ জনমও যায় যায়,
নিষ্পত্তি হয় না তর্ক-বিতর্কের!
বর্ষাতে তোমাকে পাই, সেটা নয়
তোমার মাঝে বর্ষাকে পাই,
সেটা হলেই কেবল হয়,
কামের অবসর!
তুমি নও,
বর্ষণই এগিয়ে তবে...!
বর্ষা না তোমার?
তোমার না বর্ষার?
গত জনম গিয়ে এ জনমও যায় যায়,
নিষ্পত্তি হয় না তর্ক-বিতর্কের!
বর্ষাতে তোমাকে পাই, সেটা নয়
তোমার মাঝে বর্ষাকে পাই,
সেটা হলেই কেবল হয়,
কামের অবসর!
তুমি নও,
বর্ষণই এগিয়ে তবে...!
বিষয় : বর্ষার পদাবলি
মন্তব্য করুন