আম্রপালির মাংস হয়ে ঢুকে থাকি শরীরে তোমার।
বেরোলেই জলজ-সলজ্জ প্যাচপ্যাচ কানাকানি;
কাদায় একশা গ্রে-কাপড়ের স্তূপ,
চটির তলে আম-কাঁঠালের আরক্ত বিষ্ঠায়
ডুবে থাকি আনখ, বৃষ্টি শেষের হাওয়ায়।
স্মৃতির বয়াম খুলে রাখি পুরোনো ইশকুলে
বন্ধ হলেই গলির মোড়ে মরা কুকুর, একহাঁটু জল;
ডাইং-রঙের কুটকুটে পা ক্যাবলাকান্ত করপোরেশন,
ঘৃতকুমারীর শরীর ছেনে ক্লান্তি আনে জ্যোতির্ময়ী।
ব্যঞ্জনগুহায় মেতে থাকি, বৃষ্টি শেষের হাওয়ায়।
আর কিছু মৌলিক গাঁদাফুল ফুটে থাকে কানের কাছে, রম্যসৌম্য।
বেরোলেই জলজ-সলজ্জ প্যাচপ্যাচ কানাকানি;
কাদায় একশা গ্রে-কাপড়ের স্তূপ,
চটির তলে আম-কাঁঠালের আরক্ত বিষ্ঠায়
ডুবে থাকি আনখ, বৃষ্টি শেষের হাওয়ায়।
স্মৃতির বয়াম খুলে রাখি পুরোনো ইশকুলে
বন্ধ হলেই গলির মোড়ে মরা কুকুর, একহাঁটু জল;
ডাইং-রঙের কুটকুটে পা ক্যাবলাকান্ত করপোরেশন,
ঘৃতকুমারীর শরীর ছেনে ক্লান্তি আনে জ্যোতির্ময়ী।
ব্যঞ্জনগুহায় মেতে থাকি, বৃষ্টি শেষের হাওয়ায়।
আর কিছু মৌলিক গাঁদাফুল ফুটে থাকে কানের কাছে, রম্যসৌম্য।
বিষয় : বর্ষার পদাবলি
মন্তব্য করুন