বৃষ্টিধারায় অবগাহনের প্রথম আনন্দ উপভোগ করেছিলেন আদম এবং ঈভ
বৃষ্টিতে ডোবা বন্যাদুর্গত, প্রথম দুর্যোগকবলিত অসহায়ত্ব
অনুভব করেছিলেন আদম এবং ঈভ
জানা যায়, জিন বংশোদ্ভূত ইবলিশই নাকি তার একমাত্র ষড়যন্ত্রকারী!
মানুষের মতো জিনকেও পরম যত্নে সৃষ্টি করেছিলেন ঈশ্বর
মহান স্রষ্টার হুকুম ব্যতীত গাছের পাতাও নড়ে না

আদেশ অমান্য করায় ঈশ্বরের ঐশ্বর্য হতে খসে পড়ল উজ্জ্বল দুটি তারা
স্বর্গের উদ্যান হলো খাঁখাঁ, আহা অমৃত, তুমি প্রভুর নিষেধাজ্ঞার চেয়ে গ্রাহ্যকর!

স্বর্গে যা নেই, তা কি সদাই বিদ্যমান এই পৃথিবীতে?
স্বর্গে যা আছে, তার করুণ অনুপস্থিতিজুড়ে তুমি স্বর্গীয় উদ্যান?

প্রবল বৃষ্টির তোড়ে যে নৌকাটি ডুবে গিয়েছিল, কে তার ষড়যন্ত্রকারী?
আর যারা ডুবে-মরে ভেসে ভেসে স্বর্গে চলে গেল, কে তার আহ্বানকারী?

অন্তত আদম তো জানে, স্বর্গের এত এত পাতা, অথচ
বন্যার্তদের পাশে দাঁড়াবার এক টুকরো ভূমিও তাতে নেই!
আরও জেনেছিল, যেখানে হাহাকার নেই, বৃষ্টির অন্ধকার নেই
সেইখানে পাশা খেলার আনন্দ কেবল বর্ণিল রাংতায় মোড়া!
কোনোই হারজিত তাতে নেই

বৃষ্টির কোমর ভেঙে গেলে, কোথায় যে পড়ে- কোনো হিতাহিত থাকে না!
ডুয়ার্স, চেরাপুঞ্জি ছাপিয়ে তারা সুনামগঞ্জ, উপশহর যায়!
লক্ষাধিক মানুষের হাটে আকাশ ফেটে নেমে আসে রক্তধারা
একজন জিন বংশোদ্ভূত ইবলিশ প্রভুর আশীর্বাদ বঞ্চিত হয়েও
মানুষের জন্য কী প্রবল বন্যানিয়ন্তা হয়! বাড়িঘর ভেসে যায় বৃষ্টি-বন্যা মুদ্রায়!

বিষয় : বর্ষার পদাবলি

মন্তব্য করুন