সহসা হারিয়ে যাওয়া অসমাপ্ত কবিতার মতো
ব্যথিত পাতাকে তুমি সবুজের শতবর্ণ দিয়ে
রাঙিয়ে সাজিয় দাও। তেজি সূর্য, মুখে যার
আগুনের কড়া স্রোত, ঘিরে ফেলো চারদিক থেকে

তখন দুপুর নেই, সন্ধ্যা-ঝরা ছায়া নেমে আসে
'মৃদুমন্দ' বলে খ্যাতি যার, সেই বাতাসও দেখি
থেকে থেকে দৌড়ে আসে- ঘরছাড়া খ্যাপাটে বাউল
বৃদ্ধের চোখের মতো ঘোলা আজ সব জলস্থান

রুবী আপা, মৃদুভাষী, আমাদের সাহিত্য পড়ান
আজ, পাঠদানে নেই। ভেজা, মধুক্ষরা কণ্ঠে তার
বর্ষার ঐশ্বর্য ভরা গানগুলো হয়েছে রঙিন
এই-যে বশির মিয়া, দিন আনে দিন খান; দেখি-
বিপুল আনন্দে আজ ছিপ-হাতে পুকুরের ঘাটে ...

বৃষ্টি, তুমি জাদুকর! অনায়াসে কতকিছু পারো!!

বিষয় : বর্ষার পদাবলি

মন্তব্য করুন