ফড়িং সোনা, বলো তো, মাছটা কী কথা বলছে এমন করে? দেখো তো, তার শরীরের রং কেমন? তার লেজটাই বা কেমন? দেখতে পারছ না? দেখার জন্য রং করে দাও ইচ্ছেমতো। তারপর রং করা ছবিটা কেটে এবং রং করতে গিয়ে যা যা ভাবলে, সেই কথা লিখে পাঠাও আমাদের কাছে। লেখা ও ছবির সঙ্গে তোমার নাম, বয়স, ক্লাস ও স্কুলের নাম-ঠিকানাও লিখে দিও।

বিষয় : রং করে দাও

মন্তব্য করুন