
ফড়িং সোনা, আষাঢ় মাস চলে এলো। এলো বৃষ্টির দিন। এই বর্ষাকে ঘিরে তোমার ভাবনা ইচ্ছেমতো এঁকে পাঠাও আমাদের, লিখে পাঠাও ছড়া-কবিতা-গল্প মন যা চায়। লেখা ও ছবির সঙ্গে নিজের নাম, বয়স, ক্লাস ও স্কুলের নাম-ঠিকানা লিখে দিও কিন্তু!
লেখা পাঠানোর ঠিকানা জানো নিশ্চয়ই। তবু আবার বলি-
ফড়িং মিয়া, ঘাসফড়িং
সমকাল, টাইমস মিডিয়া ভবন (৫ম তলা), ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা
লেখা পাঠানোর ঠিকানা জানো নিশ্চয়ই। তবু আবার বলি-
ফড়িং মিয়া, ঘাসফড়িং
সমকাল, টাইমস মিডিয়া ভবন (৫ম তলা), ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা
বিষয় : ফড়িং মিয়ার চিঠি
মন্তব্য করুন