আমার গানে মানুষ হাসে
ছুটে আসে পাখি
আমার গানে পাখি উড়ে
দাদু বলেন গাইলেটা কী!
আমার গানে ফুল ফোটে
আর সকাল-সন্ধ্যা হয়
আমার গানে ঝম ঝম
বৃষ্টি কথা কয়।
দ্বিতীয় শ্রেণি; শাপলা কিন্ডারগার্টেন, দুপচাচিয়া, বগুড়া

বিষয় : ছড়া-কবিতা

মন্তব্য করুন