আষাঢ়ের শুরুতেই সিলেটে নেমে এলো বন্যা। এতে অনেকের ঘরবাড়ি পানিতে ডুবে গেল। গরু-ছাগলসহ পোষা প্রাণী ভেসে গেল। জানি, এসব দেখে বড্ড মন খারাপ হয়েছে তোমাদের। মন খারাপ হয়েছে আমাদেরও। আশার কথা হচ্ছে, অনেকেই তাদের পাশে দাঁড়িয়েছে। পানিও নেমে যেতে শুরু করেছে। এখন সবাই ঠিকঠাক ঘরে ফিরুক; এমন প্রত্যাশা তো আমরা করতেই পারি...
চারদিকে শুধুই পানি
কতো মানুষের প্রাণহানি,
সিলেটের অবস্থা ভয়াবহ
মৃত্যু ঘটেছে অহরহ!
বাঁচার জন্য ছেড়েছে অনেকেই
পূর্বপুরুষের ভিটের মোহ।
ভয়াবহ এ বন্যায়
কতো কি শেখা হলো!
দেখেছি মানুষের মানবিকতা
দেখেছি ভালোবাসার উদারতা।

 অষ্টম শ্রেণি; বি এ এফ শাহীন কলেজ, ঢাকা