- ফিচার
- পদ্মা সেতুর টোল প্লাজায় যান চলাচল স্বাভাবিক
পদ্মা সেতুর টোল প্লাজায় যান চলাচল স্বাভাবিক

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। ঈদ ঘরমুখো মানুষের গাড়ির চাপ অনেকটা কমে আসায় শুক্রবার বিকেল ৪টার পর থেকে যেসব গাড়ি পদ্মা সেতু টোল প্লাজায় এসেছে, সেসব গাড়ি কোনো অপেক্ষা ছাড়াই টোল দিয়ে মূল সেতুতে প্রবেশ করতে পেরেছে।
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোল প্লাজায় দায়িত্বে থাকা পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন জানান, সেতু দিয়ে যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে। তবে সকাল থেকে বিকেল পর্যন্ত অতিরিক্ত যানবাহনের চাপ ছিল।
তিনি আরও জানান, সনাতন পদ্ধতিতে টোল আদায়ের কারণে টোল প্লাজায় এসে যানবাহন গুলোকে কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে।
এদিকে পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইন জানান, পদ্মা সেতুর টোল প্লাজায় বর্তমানে যানবাহনের কোনো চাপ নেই। তবে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সড়কে যানবাহন কিছুটা ধীরগতিতে চলাচল করছে।
মন্তব্য করুন