ঘরের বারান্দা কিংবা ছাদে গাছ লাগিয়েছেন। কিন্তু সে গাছে শুরু হয়েছে পোকার উপদ্রব। বাজার থেকে কেনা কীটনাশকের রয়েছে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া। এ ক্ষেত্রে হাতের কাছে যা আছে তা দিয়ে ঘরেই বানিয়ে নিতে পারেন পরিবেশবান্ধব কীটনাশক।
নিমের তেল
পাতা ও ডালপালা খেয়ে নষ্ট করছে যেসব পোকা তাদের ডিম, লার্ভাসহ দমন করতে পারে নিমের তেল। এই তেল মানুষ বা অন্য প্রাণীর কোনো ক্ষতি করে না।
আদা ও মরিচ বাটা
কিছুটা পানির সঙ্গে আদার রস ও মরিচ বাটা মিশিয়ে নিন। এই মিশ্রণ গাছে স্প্রে করুন। এটি গাছকে বিভিন্ন পোকামাকড়ের সংক্রমণ থেকে রক্ষা করবে।
টমেটো পাতা
টমেটো পাতায় টোমাটাইন নামে এক ধরনের অ্যালকালয়েড থাকে, যা কিছু ছোট পোকা দমন করে। দুই কাপ তাজা টমেটো পাতা কুচি করে চার কাপ পানিতে সারারাত ভিজিয়ে সকালে মিশ্রণটা ছেঁকে গাছে স্প্রে করুন।
রসুন-সাবানের মিশ্রণ
একটা গোটা রসুন বেটে বা ব্নেন্ড করে ছেঁকে রস বের করে নিন। তার সঙ্গে ১ টেবিল চামচ তরল সাবান ও কিছুটা পানি মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিন। আক্রান্ত পাতার দুই পাশেই স্প্রে করুন এই কীটনাশক।
ডিটারজেন্ট ও পানির মিশ্রণ
পানির সঙ্গে ডিটারজেন্ট ভালোমতো মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। তারপর গাছে ছিটিয়ে দিন। গাছের ছোট ছোট সাদা পোকা দমন করবে এই কীটনাশক।
সাবানের পানি
সাবান নিজেই কিন্তু কীটনাশক হিসেবে ব্যবহার উপযোগী। নানা রকম মাইট, হোয়াইটফ্লাই, অ্যাফিড ও গুবরে পোকার মতো ছোট ছোট পোকা দমনে সাবানের পানি বেশ কার্যকর।