এই নক্ষত্র ছায়াপথ চন্দ্র সূর্যের এপারে বসে
আমরা চেয়ে আছি ...
গ্রীষ্ফ্মের রাতে ক্রমশ নিভে যাচ্ছে ঈশ্বরের আয়ু,
আকাশডোবা মরিচফুল চতুর্দিকে ম্রিয়মাণ;
দূরবর্তী মহাকাশের গায়ে সফেদ খই এর মতোন বিষণ্ণ তারকারাজি
পুরাতন মৃত্যুস্মৃতি হয়ে বিঁধে আছে যেন!

বিষয় : পদাবলি

মন্তব্য করুন