টাপুরটুপুর ঝুমুরঝুমুর
বৃষ্টি পড়ে রাত দিন
গাছের ডালে টিনের চালে
এক নাগারে সাত দিন।
কদম গাছে বসে আছে
সকাল থেকে দুটি কাক
যায় না উড়ে ফুড়ূৎ করে
খুকু দেখে হতবাক।
যা উড়ে যা, যা চলে যা
এখান থেকে জলদি
মা তো এসে বকবে শেষে
লাগলো বুঝি সর্দি।
বৃষ্টি পড়ে রাত দিন
গাছের ডালে টিনের চালে
এক নাগারে সাত দিন।
কদম গাছে বসে আছে
সকাল থেকে দুটি কাক
যায় না উড়ে ফুড়ূৎ করে
খুকু দেখে হতবাক।
যা উড়ে যা, যা চলে যা
এখান থেকে জলদি
মা তো এসে বকবে শেষে
লাগলো বুঝি সর্দি।
বিষয় : ছড়া-কবিতা
মন্তব্য করুন