- ফিচার
- ৫০ ডিগ্রি তাপমাত্রার দিন বাড়ছে
৫০ ডিগ্রি তাপমাত্রার দিন বাড়ছে

প্রতি বছরে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠে এমন দিনের সংখ্যা আশির দশকের তুলনায় এখন দ্বিগুণ বেড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক বিশ্নেষণে এ তথ্য উঠে এসেছে। গড়ে ১৯৮০ থেকে ২০০৯ সাল পর্যন্ত বছরে ১৪ দিন তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত এ সংখ্যা ছিল বছরে ২৬ দিন। একই সময়ের মধ্যে তাপমাত্রা ৪৫ ডিগ্রি বা তার চেয়ে বেশি উঠেছিল এমন দিনের সংখ্যা প্রতি বছর গড়ে অন্তত দুই সপ্তাহ করে বেড়েছে।
বিবিসির এই বিশ্নেষণের ওপর ভিত্তি করে 'লাইফ অ্যাট ৫০ ডিগ্রি সেলসিয়াস' শিরোনামে একটি ডকুমেন্টারি হয়েছে। এতে যাচাই করার চেষ্টা করা হয়েছে, অত্যন্ত উচ্চ তাপমাত্রা বিশ্বের বিভিন্ন স্থানে মানুষের জীবনকে কীভাবে প্রভাবিত করছে। সেখানে দেখা গেছে, ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওপরেই নয়, এর নিচের তাপমাত্রা ও আর্দ্রতাও ভয়ংকর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
মন্তব্য করুন